মুম্বইয়ের সিয়ন রেলস্টেশনে প্ল্যাটফর্মে এক ঝগড়াকে কেন্দ্র করে মর্মান্তিক কাণ্ড ঘটে যায়। প্ল্যাটফর্মে এক ব্যক্তির সঙ্গে মহিলাকে ঝগড়া করতে দেখা যায়। এরপর দু'জনের বচসার মধ্যে ঢুকে পড়েন আরও এক ব্যক্তি। যিনি ওই মহিলার স্বামী, বলে জানা গিয়েছে। মহিলার স্বামী, সজোরে থাপ্পড় মারেন অপর ব্যক্তিকে। মুহূর্তে ওই ব্যক্তি ছিটকে পড়েন রেল ট্র্যাকে। ততক্ষণে অন্যদিক থেকে আসছিল ট্রেন। এরপর ঘটে মর্ম🐼ান্তিক পরিণতি। ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে এই সিসিটিভি ফুটেজে। দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, ওই ভাইরাল ভিডিয়োয় দেখা যায় ২৬ বছরের ওই ব্যক্তিকে অপর এক ব্যক্তি সজোরে থাপ্পড় মারছেন। যার জেরে ওই ২৬ বছর বয়সী ব্যক্তি রেল ট্র্যাকে পড়ে ট্রেনের ধাক্কায় মারা যান। গোটা ঘটনা ধরা পড়ে প্ল্যাটফর্মে থাকা সিসিটিভিতে। স্বভাবতই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে ব্যক্তি রেল ট্র্যাকে পড়ার পরই সঙ্গে সঙ্গে ছুটে আসেন মহিলা। তাঁর হাতে ধরা ছিল ছাতাটি। সূত্রের খবর, মহিলার দাবি ছিল, তাঁকে ওই ব্যক্তি উত্যক্ত করছিলেন। এই নিয়েই ওই ২৬ বছর বয়সী ব্যক্তির সঙ্গে বচসায় জড়ান মহিলা। ঘটনাটি ঘটে মুম্বইয়ের সিয়নে। সেখানে রাত ৯.১৫ মিনিটে গত রবিবার ওই ঘটনা ঘটে। দেখা যায়, মহিলার সঙ্গে ব্যক্তি যখন বচসায় মত্ত, তখনই পাশ থেকে আসেন আরও এক ব্যক্তি। ওই পাশ থেকে আসা ব্যক্তি, মহিলার স্বামী বলে জানা যায়। তিনি ঘটনাস্থলে আসতেই সজোরে থাপ্পড় মারেন ওই ২৬ বছর বয়সীকে। দেখা যায়, মুহূর্তে ওই ব্যক্তি ছিটকে পড়ে যান রেল ট্র্যাকে। এদিকে, ততক্ষণে কাছে এসে যায় ট্রেন। সেই ট্রেনেꦓর দুর্ঘটনাতেই রেল ট্র্যাকে মারা যান ওই ২৬ বছর বয়সী। গোটা ঘটনায় হতবাক হয়ে পড়েন উপস্থিত অনেকেই।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম অবিনাশ মনে। তাঁর বয়স ৩৫ বছর। তাঁর স্ত্রী শীতল মানের বয়স ৩১ বছর। তাঁদের ২ জবকেই গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, স্টেশনে এক ব্যক্তি শীতলকে ধাক্🎃কা মারেন। শীতল ঘুরে তাকাতেই ওই ২৬ বছর বয়সী ব্যক্তিকে দেখতে পান। তখন থেকেই শুরু হয় ঝগড়া। যার পরিণতি গড়ায় মৃত্যুতে।