Printing fake notes watching YouTube: নিজের বাড়িতে একটি ছাপাখানা তৈরি করেছিল। ইউটিউব থেকে সেই জাল নোট বানানো শিখেছিল ব্যক্তি। সেই 'বিদ্যা' কাজে লাগিয়ে মহারাষ্ট্রের বাড👍়িতে বসেই ভারতের জাল নোট তৈরি করছিল। সেই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল।
ইউটিউবের ভিডিয়ো দেখে জাল নোট বানানো শিখেছিল। সেই 'বিদ্যা' কাজে লাগিয়ে মহারাষ্ট্রের বাড়িতে বসেই ভারতের জাল নোট তৈরি করছিল। সেই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। তাকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে। আগা🦹মী ৯ মার্চ পর্যন্ত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনাটি উত্তর মুম্বইয়ের জলগাঁওয়ের।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে মুম্বই থেকে ৪১০ কিলোমিটার দূরে অবস্থিত জলগাঁওয়ের কুসুম্বা গ্রামের বাড়িতে একটি ছাপাখানা তৈরি করেছিল। তিনি বলেছেন, ‘𓄧গোপন সূত্রে জলগাঁওয়ের পুলিশ খবর পায় যে নিজ🤪ের বাড়িতে বসে জাল নোট তৈরি করছে অভিযুক্ত। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ওই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তাকে হাতেনাতে ধরা হয়।’
ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, তল্লাশির সময় ধরা পড়ে যে নিজের বাড়িতেই জাল নোট তৈরি করত ওই ব্যক্তি। তারপর ৫০,০০০ টাকার বিনিময়ে ১.৫ লাখ টাকা মূল্যের জাল নোট তৈরি করে বিক্রি করত। সংবাদসংস্থার প্রতিবেদন অনুযা🌼য়ী, জলগাঁওয়ের পুলিশ সুপার এম রাজকুমার বলেছেন যে ‘ইউটিউবে ভিডিয়ো দেখে জাল নোট ছাপত অভিযুক্ত। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে🌠 যে ওই অভিযুক্তের সঙ্গে আরও লোকজন যুক্ত আছে।’
আরও পড়ুন: ২ ঘণ্টায় ꦆটাকা ডবল! ফেসবুকে মহিলা সেজে বিটকয়েন প্রতারণা, গ্রেফতার বাংলার যুবক
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন যে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডꦛবিধির ৪৮৯-এ (জাল নোট তৈরি) ধারা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে। ওই ঘটনায় কোনও চক্র যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ওই অভিযুক্ত 𒈔পুলিশি হেফাজতে আছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জাল নোটের কারবার নিয়ে অ্য়ামাজই প্রাইম ভিডিয়োয় ‘ফারজি’ সিরিজ হয়েছে। যে সিরিজে অভিনয় করেছেন শাহিদ কাপুর, বিজয় সেতুপতি, কেকে মেননের মতো অভিনেতারা। কীভাবে দুই সাধারণ যুবক জাল নোট বানাতে শুরু করে এবং অপরাধ চক্রে জড়𒆙িয়ে যায়, তা নিয়েই সেই সিরিজ তৈরি করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ওই সিরিজেও যে দুই যুবক জাল নোট ছাপতে শুরু করে, তারা পরিবারের ছাপাখানায় সেই কাজ শুরু🐲 করে। পরবর্তীতে আন্তর্জাতিক মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে যায় তারা।