ব্লাইন্ড ডেট করতে গিয়েছিলেন এক বছর ৫০ এর ব্যক্তি। তাঁর ছেলের কাছে পরে ফোন আসে ব্যক্তির মুক্তির জন্য টাকা চেয়ে। ৩ লাখের দাবি জানানো হয়। তবে অপহৃতের পরিবার ততক্﷽ষণে দিয়েছিল ১ লাখ। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হয়। ঘটনা উত্তর প্রদেশের। সেখানে এক ব্যক্তি ব্লাইন্ড ডেট করতে গিয়ে অপহৃত হয়ে আটকে ছিলেন ঝাঁসির এক জায়গায়। গোটা ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। গ্রেফতার🐟 হয়েছে ১ মহিলা সহ ৩।
এই দুঃসাহসিক অপহরণ কাণ্ডে মোট ৩ জন গ্রেফতার হয়েছে। জানা গিয়েছে, ললিতপুরের লালু চৌবে নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়। তাঁর মুক্তির জন্য তাঁর পরিবারের কাছে অপহরণকারীরা ফোন করে বিপুল অঙ্কের টাকা চায়। সেই টাকাই ৩ লাখ টাকা। লালু চৌবের ছেলের কাছে আসে ফোন। তিনি জানিয়েছেন, তাঁদের পরিবারের তরফে ১ লাখ টাকা দেওয়া হয়। পরে তাঁরা পুলিশের দ্বারস্থ হন। জানা যাচ্ছে, এর আগে, লালু চৌবে গিয়েছিলেন ব্লাইন্ড ডেট-এ। তারপর তিনি অপহৃত হয়েছেন বলে ফোন আসে। চাওয়া হয় টাকা। এদিকে, চৌবে পরিবারের থেকে 💯অভিযোগ পেয়ে পুলিশ নামে তদন্তে।
( Putin Bats for India as Superpower: ‘বিশ্বের সুপ♚ারপাওয়ারদের তালিকায় ভারত থাকার যোগ্য’, কূটনৈতিক ইয়র্কার পুতিনের)
( Why Shiva is called Tripurari: কেন মহাদেবর অপর নাম ত্রিপুরারী? এর 𝓡সঙ্গে কার্তিক পূর্ণিমার যোগ কী! রয়েছে🅰 পৌরাণিক কাহিনি)
( Hefazat threats ISKCON in Banglad💝esh: ‘হুঁশিয়ার, সাবধান.. 🤡তালা দেব’, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার ডাক হেফাজত-এ-ইসলামের)
পুলিশি তদন্তে নেমে একাধিক টিম তৈরি করে খোঁজ শুরু করে। এদিকে, এক কনস্টেবল, ওই লালু চৌবের ছেলে হিসাবে মোটা টাকা নিꦜয়ে যান অপহরণকারীদের কাছে। তারপর সেই কনস্টেবলকে এক অভিযুক্ত অপহরণকারী নিয়ে যায় তাদের ডেরায়। সেই ডেরায় আটকে ছিলেন লালু চৌবে। এরপর আর বেশি সময় কাটেনি। তৎক্ষণাৎ অপহরণকারীদের ধরে নেয় পুলিশ। পুলিশি জেরায় জানা গিয়েছে, যাদের টার্গেট করবে বলে ঠিক করত ও গ্যাং, তাদের ওই মহিলাকে দিয়ে ফোন করাত। মহিলার ফোনের টোপে তারা ফাঁদে পা দিত। এরপর সেই ব্যক্তিকে অপহরণ করে তার থেকে বিপুল টাকা লুটে নিত ওই গ্যাং। মূলত, ঝাঁসিতে দেখা করতে বলে ব্যক্তিদের ব্লাইন্ড ডেট-এ ডাকত ওই মহিলা। তারপরই চলত লুটের কীর্তি!