পশ্চিম দিল্লির হরিনগর এলাকায় একটি পথ কুকুরকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে উঠেছে। ভয়াবহ ঘ🌺টনা। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায়। এরপরই ওই ব্য়ক্তিকে গ্রেফতার করে পুলিশ। সে ওই এলাকার বাসিন্দা। সে বিবাহিত। তার সন্তানও রয়েছে।
গত সপ্তাহে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, সে যখন ওই কুকর্ম করছে তখন ভিডিয়োꦉ করে ফেলেন এক ব্যক্তি। এরপর সেটা ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয় ওই ভিডিয়ো। তারপরই এনিয়ে অভিযোগ দায়ের করা হয়। নড়েচড়ে বসে পুলিশ। বিভিন্ন জায়গায় ওই যুবকের খোঁজ করে। শেষ পর্যন্ত তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এদিকে এবারই কি প্রথম ওই যুবক ওই ঘটনা ঘটাল? নাকি এর আগেও সে এই কাজ করেছে?
সূত্রের খবর এক পশুপ্রেমী গোটা ঘটনা জানিয়ে টুইট করেছিলেন। তিনি জানিয়েছিলেন হরিনগর পুলিশ স্টেশন এই এফআইআর করতে চায়নি।এরপরই ঝড় ওঠে টুইটারে। একাধিক নেট নাগরিক দাবি করেছিলেন অবিলম্বে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্য়বস্থা নিতে হবে।দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য পাঙ্খুরি পাঠক জানান, এভাবে অভিযোগ না নেওয়াটা ঠিক হচ্ছে না। তিনি পরিষ্কার জানিয়েছিলেন, ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার। অভিযোগ♈ না নিয়ে দিল্লি পুলিশ ওই রাক্ষসটাকে, একজন ধর্ষককে আড়াল করা🦂র চেষ্টা করছে। পুলিশকে অভিযোগ নিতে কে বারণ করছে?