আগে ঘোষণা করা হয়েছিল যে ১ জুনের মধ্যে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ করা বাধ্যতামূলক হবে। নয়ত সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না। বা সেই অ্যাকাউন্টে টাকা জমা পড়বে না বলেও জানানো হয়েছিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে। তবে আধার সংযোগের সেই সময়সীমা আরও তিনমাস বাড়ানো হল। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযোগের সময়সীমা ১ সেপ্টেম্বর করা হল।এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে যে যদি ১ সেপ্টেম্বরের পরও যদি কোনও কর্মীর পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করা না থাকে, সেক্ষেত্রে সেই কর্মী পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে, ঋণ নিতে বা অন্য কোনও সুবিধা নিতে পারবেন না। তাছাড়া পিএফ-এর অনুদানের টাকাও ঢউকবে না অ্যাকাউন্টে। সংস্থা এবং কর্মী, দু'পক্ষের অনুদানই এ নিয়মের আওতায় আসবে।এদিকে, করোনাকালে কর্মীদের আর্থিক অবস্থার কথা ভেবে পিএফ অ্যাকাউন্ট থেকে অফেরতযোগ্য অগ্রিম হিসাবে টাকা তুলতে দিচ্ছে ইপিএফও। তিন মাসের মূল বেতন এবং মহার্ঘ ভাতা অথবা প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার ৭৫ শতাংশ (যেই পরিমাণ কম হবে) অগ্রিম হিসেবে তুলে নিতে পারবেন। গতবছর অগ্রিম নেওয়া কর্মীরাও এবছর অগ্রিমের জন্য আবেদন জানাতে পারবেন। তবে এর জন্যে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছিল। তবে অতিমারী আবহে কড়াকড়ি কিছুটা শিথিল করা হল।