হিংসায় তপ্ত মণিপুর। তারই মাঝে সেখানে বিষ্ণুপুরে হয়েছে ভূমিকম্প। এদিকে, হিংসার জেরে ক্লান্ত মণিপুর ঘিরে বিজেপি বনাম কংগ্রেসের বাক যুদ্ধ তুঙ্গে। মণিপুরের পরিস্থিতি নিয়ে এর আগে, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করে তাঁকে চিঠি লেখেন কংগ্র💃েসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এর পরই মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে, কংগ্রেসের বিরুদ্ধে পরিস্থিতিকে ‘চাঞ্চল্যকর’ করে তোলার অভিযোগ তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
রাষ্ট্রপতির প্রতি লেখা চিঠিতে খাড়গের বক্তব্য ছিল,'সংবিধানে বর্ণিত মণিপুরে আমাদের নিজস্ব নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে হস্তক্ষেপ করুন।' তার পাল্টা হিসাবে নড্ডা, খাড়গেকে উদ্দেশ্য করে লেখেন,মণিপুরের পরিস্থিতিকে চাঞ্চল্যꦅকর করার জন্য কংগ্রেস পার্টি কীভাবে বারবার চেষ্টা করছে তা হতবাক করছে। মনে হচ্ছে আপনি ভুলে গিয়েছেন যে আপনার সরকার শুধু ভারতে বিদেশী জঙ্গিদের অবৈধ অভিবাসনকে বৈধতা দেয়নি, মিঃ (পি) চিদাম্বরম - প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী - তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন।'
( Shani and Shukra Yuti: শনিদেব এবার শুক্💝রের সঙ্গে তৈরি করবেন যুতি! স🤡ৌভাগ্য ছায়াসঙ্গী হবে বহু রাশির, লাকি কারা?)
এর আগে, চিদাম্বরমের এক এক্স পোস্ট ঘিরে তুলকালাম কাণ্ড হয়। সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা চিদাম্বরম লেখেন,' মেইতি, কুকি-জো এবং নাগারা এক রাজ্যে একসাথে বসবাস করতে পারে শুধুমাত্র যদি তাঁদের প্রকৃত আঞ্চলিক স্বায়ত্তশাসন থাকে।' তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে পরিস্থিতির জন্য দায়ী করেন। এদিকে, সেই বিতর্কিত পোস্ট পরে চিদাম্বরম ডিলিট করে দেন। তার আগে, তাঁকে সেই পোস্ট ডিলিট করতে অনুরোধ করেন মণিপুরের কংগ্রেসের কেইশন মেঘাচন্দ্র। মণিপুরের সাম্প্রতিক তপ্ত পরিস্থিতিতে চিদাম্বরমের ওই পোস্ট নতুন করে চাঞ্চল্য তৈরি করতে পারে, এমন আশঙ্কা থেকেই তা ডিলিট করতে বলা হয় তাঁকে। চিদাম্বরমকে পাল্টা জবাব দেন বীরেন সিং। তিনি বলেন,'তাঁদের (কংগ্রেস সরকারের) সময়কালে, তারা মায়ানমারের একজ𓃲ন বিদেশীকে নিয়ে আসেন, মিঃ থাংলিয়ানপাউ গুইতে, যিনি একজন মায়ানমারে জন♉্মগ্রহণ করেছিলেন, যিনি নিজেই একটি সাক্ষাত্কারে স্বীকার করেছেন যে তিনি মায়ানমারে এমপি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই ব্যক্তি মিয়ানমারে অবস্থিত জোমি রেভল্যুশনারি আর্মির (জেডআরএ) চেয়ারম্যান।' তিনি এই নিয়ে থাংলিয়ানপাউ গুইতে ও চিদাম্বরমের একসঙ্গের ছবিও প্রকাশ করে সেই প্রশ্ন ফের উস্কে দেন।