লকডাউনের জেরে প্রত্যাশা মেনেই গোটা এপ্রিল মাসে একটি গাড়িও বিক্রি হল না মারুতি সুজুকি সংস্থার।🍬
গত সপ্তাহে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান আর স💃ি ভার্গব জানিয়েছিলেন, করোনা সংক্রমণের জেরে লকডাউন আরোপিত হওয়ার কারণে বেশ কিছু অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। ত⛄ার মধ্যে এপ্রিল মাসে কোনও গাড়ি বিক্রি না করার মতো রেকর্ডও থাকবে বলে তিনি পূর্বাভাস করেন। সে কথা মেনেই গত মাসে কোনও গাড়ি বিক্রি হয়নি এই সংস্থার।
মার্চ মাসেই অবশ্য এমন পরিস্থিতির ইঙ্গিত মিলেছিল যখন সংস্থার বিক্রি একধাক্কায় ৪৭.৪% হ্রাস পেয়েছিল। তচবে শুধু🅰 মারুতিই নয়, এই দৃশ্য দেখা গিয়েছে দেশের সমস্ত গাড়ি প্রস্তুতকারী সংস্থায়।
আরও পড়ুন: করোনার জেরে বন্ধ বিক্রি, চরম সংকটে অস্তিত্ব টিকিয়ꦇে রাখাই চ্যালেঞ্জ গাড়িশꦿিল্পের
স্বাভাবিক পরিস্থিতিতে প্রতি বছর মাসে প্রায় ১,৫০,০০০ গাড়ি বিক্রি করে মারুতি সুজুকি, যার দৌলতে তারা দেশের এক নম্বর গ♏াড়ি নির্মাতা সংস্থার স্থান দখল করে রয়েছে। এ ছাড়া দেশের বাইরেও গাড়ি রফতানি করে এই সংস্থা। এপ্রিল মাসে সমস্ত নিয়মাবলী মেনে মুন্দ্রা বন্দর হয়ে ৬৩২টি গাড়ি দেশের বাইরে পাঠাতে সক্ষম হয়েছে সংস্থা।