বুধবার সাতস𒁏কালে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরপূর্বের অসম, উত্তরবঙ্গ সহ বিহার, বাংলাদেশ, ভুটান। ভূমিকম্পের জেরে কেউ প্𝐆রাণ না হারালেও খুবই শক্তিশালী ছিল সেই ভূমিকম্প। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে বিভিন্ন বাড়িতে ফাটল দেখা যায়। মানুষ রাস্তায় নেমে আসে। শুধু তাই নয়, ভেঙে পড়ে ভৈরবকুণ্ড পাহাড়ের একাংশ!
অসমের উদলগিরি জেলায় অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তের সন্ধিস্থলে অবস্থিত ভৈরবকুণ্ড পাহাড়। আজকের তীব্র ভূমিকম্পের জেরে সেই পাহাড়ের একা꧙ংশ ভেঙে পড়ে। ঘটনার ভিডিয়ো সামনে আসতেই ভাইরাল হয়ে যায় সেটি।
উল্লেখ্য, এদিন সকাল ৭টা ৫১ মিনিটে অসম সহ একাধিক স্থানে অনুভূত হয় তীব্র ভূমিকম্প। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এই ভূমিকম্পে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা কেঁপে ওঠে। কলকাতাতেও মৃদু কম্পন অ🦹নুভূত হয়েছে বলে খবর পাওয়া যায়। কম্পনের উত্সস্থল ছিল গুয়াহাটির ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সোনিতপুরে।