মেঘালয় ও অসমের মধ্যে সীমান্ত নিয়ে সমস্য়া মিটছে অনেকটাই। সূত্রের খবর আগামী ২৯শে মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানেই দীর্ঘদিনের সমস্যা অনেকটাই মেটার সম্ভাবনা জোরালো হয়েছে। এদিকে ১২টি পয়েন্টের মধ্যে ৬টি জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে মতবিরোধ কিছুটা থেকেই গিয়েছিল। তবে আশা করা হচ্ছে এবার সেই সমস্যাও মিটতে পারে।মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানিয়েছেন, সরকারিভাবে জানানো হয়েছে ২৯শে মার্চ বিকাল সাড়ে ৪টে নাগাদ মিটিংয়ের দিন ঠিক হয়েছে। মিটিংয়ের সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সূত্রের খবর, মেঘালয় ও অসমের মুখ্যমন্ত্রী ওইদিন তাদের তরফে নেওয়া সিদ্ধান্তগুলি অমিত শাহের কাছে জানাবেন। এজন্য বিশেষ কমিটিও তৈরি করা হয়েছিল। গত বছর অগস্ট মাসে উভয় রাজ্যই প্রথম পর্যায়ে যে পয়েন্টগুলি নিয়ে দ্বন্দ্ব ছিল সেগুলি আগে মেটানোর সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে ১৯শে জানুয়ারি দুই রাজ্য সিদ্ধান্ত নিয়েছিল গিভ অ্যান্ড টেক পলিসির মাধ্যমেও সমস্য়া মেটানো হবে। ১২টি মধ্যে ৬টি জায়গায় দ্বন্দ্ব অনেকটাই কম। আপাতত সেই ৬টা জায়গার সমস্যা আগে মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে চলতি মাসের প্রথম দিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছিলেন, স্থানীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে ১৮ বর্গ কিলোমিটার কম বেশি মেঘালয়ের দিকে আসবে। অন্যদিকে ১৮ কিমি কম বেশি তা অসমের দিকে যাবে। এবার অমিত শাহের মিটিংয়ের কী হয় সেদিকেই তাকিয়ে নর্থ ইস্ট।