স্বাধীনতা দিবসের আগে 'মেরি মাটি মেরা দেশ' কর্মসূচি চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, সেই কর্মসূচির আওতায় দেশের শহিদ বীর ও বীরাঙ্গনাদের সম্মান প্রদর্শন করা হবে। সেজন্য 'অমৃত কলশ যাত্রা'-রও ঘোষণা করেন মোদী। তিনি জানান, দেশের বিভিন্ন থেকে প্রান্ত𓂃 মাটি এবং গাছ নিয়ে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা শুরু করবে 'অমৃত কলশ যাত্রা'। যে মাটি এবং গাছ দিয়ে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে অমৃত বটিকা গড়ে তোলা হবে। যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতের প্রত🍷ীক’ হয়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
আরও পড়ুন: Independence Day: ভারতের স্বাধীনতা দিবস কেন ১৫ আগস্ট পালিত হয় জ꧙ানেন? আসল কারণ জেনে নিন
রবিবার নিজের মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এ মোদী বলেন, ‘এখন যখন দেশের সর্বত্র অমৃত মহ🔥োৎসবের ধ্বনি শোনা যাচ্ছে। সামনেই ১৫ অগস্ট। তাই দেশে আরও একটি বড় কর্মসূচি শুরু করা হচ্ছে। শহিদ বীর ও বীরাঙ্গনাদের সম্মান জানানোর জন্য মেরি মাটি মেরা দেশ কর্মসূচি চালু করা হচ্ছে। সেই কর্মসূচির আওতায় দেশজুড়ে শহিদ বীর ও বীরাঙ্গনাদের স্মৃৃতিতে অনেক অনুষ্ঠানে আয়োজন করা হবে। তাঁদের স্মৃতিতে দেশের লাখ-লাখ গ্রাম পঞ্চায়েতে বিশেষ শিলালিপি স্থাপন করা হবে। এই কর্মসূচির আওতায় দেশজুড়ে অমৃত কলশ যাত্রার আয়োজন করা হবে।’