গত ১৪ অগস্ট কলকাতা সহ বাংলার বিভিন্ন শহরের রাস্তা রাস্তায় নেমেছিল সাধারণ মানুষের ঢল। কয়েক লাখ মানুষের এই জমায়েতগুলি থেকে উঠেছিল আরজি কর কাণ্ডে বিচারের দাবি। এবার সেই দাবি শোনা যাচ্ছে পড়শি বাংলাদেশেও। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের দুই শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা স্লোগান তোলেন। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ডাকেই প্রথমে ‘মেইফুয়া অক্কল রাইত দহল গরো’ (অর্থ - মেয়েরা রাত দখল করো) কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল। অবশ্য বাংলাদেশের রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এই কর্মসূচি পালন করা হয়। (আরও পড়ুন: গভীর রাত পর্যন্ত জেরা সন্দীপকে, সকালে ফের CGO-তে আরজি ক𒉰রের🎉 প্রাক্তন অধ্যক্ষ)
আরও পড়ুন: 'সেই র🅰াতে সেমিনার হলে সন্দীপ...', আরজি কর কাণ্ডে সামনে আরও বিস্ফোরক অভিযোগ
এর আগে আজি কর কাণ্ডে 'রাত দখল' কর্মসূচির পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বাংলাদেশের মতো গণঅভ্যুত্থান করার পরিকল্পনা হচ্ছে তাঁর বিরুদ্ধে। এই আবহে তিনিও গতকাল মিছিলে হেঁটে অপরাধীদের ফাঁসির দাবি জানান। তবে তাঁর সরকারের বিরুদ্ধেই উঠেছে দোষীদের আড়াল করার অভিযোগ। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন। (আরও পড়ুন: RG কর⭕ কাণ্ডে প্রতিবাদের জে𒊎র? সন্দীপকে 'পুরস্কৃত' করা সরকার বদলি করল ৪৩ চিকিৎসককে)
আরও পড়ুন: 'জড়িত থাকতে পারে...', মমতার ১০ লাখ খারিজের পর CBI-কে কী বললেন নির্♒যাতিতার বাবা෴?
আরও পড়ুন: ধী🦩রে ধীরে ফ🉐াঁস হচ্ছে রহস্য, আরজি কর হসপাতালে হামলা চালানো ব্যক্তিদের পরিচয় কী?