রাজ্যকে মিয়াঁদের দখলে যেতে দেব না। অসম বিধানসভায় দৃপ্তকণ্ঠে একথা ঘোষণা করলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার সেরাজ্যে নাবালিকা ধর্ষণে অভিযুক্তের পুল♊িশ হেফাজতে মৃত্যু নিয়ে আলোচনার সময় একথা বলেন তিনি।
আরও পড়ুন - পার্সেন্ট মিথ্যে বলেছেন’ পুলিশের মহিলা DC, বিস্ফোরক RG করের চ🌸িকিৎসকের বাবা
পড়তে থাকুন - চাইলে আজ মমতার বাড়ি অবধি ঢুকে যেতে পারত…ভাইপো আপনি…ছোট্ট পরামর্শ দিলেন শুভেন্🌼দু
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘নিম্ন অসমের মানুষ তো অবধ অসমে যাবেই। কেন অবধ অসমে যাবে তারা? তার মানে আপনারা গোটা অসম দখল ক🔯রতে চান? আপনারা মিয়া মুসলমান দিয়ে গোটা অসম দখল করাবেনই? তাহলে আমিও সেটা হতে দেব না। হয়ে গেল? আপনারা যদি বিধানসভায় বলতে পারেন আমরা দখল করবই। তাহলে আমিও বলছি আমি দখল করতে দেব না। সংখ্যালঘু ভোট দখলের প্রতিযোগিতা করে লাভ নেই। আমি যা বলার বলে দিয়েছি। যা করার করে নিন’।
গত শুক্রবার অসমে নওগাঁ জেলায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় সেদিনই এক মুসলিম যুবককে গ্রেফতার করে অসম পুলিশ। শনিবার ভোরে তাকে নিয়ে ঘটনাস্থলে ঘটনার পুনর্নির্মাণে যান তদন্তকারীরা। পুলিশের দাবি, পুলিশের হাত থেকে বাঁচতে ঘটꦕনাস্থলে একটি পুকুরে ঝাঁপ দেয় অভিযুক্ত। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও সে পুকুর থেকে উঠে না আসায় শুরু হয় তল্লাশি।ꦦ এর পর তার দেহ উদ্ধার হয় পুকুর থেকে।
এই ঘটনার পর অসমের বেশ কয়েকটি জেলায় উত্তেজনা ছড়ায়। যা মোকাবিলায় কড়া পুলিশি ব্যবস্থা করে অসম সরকার। বিরোধীদের দা🌞বি, অভিযুক্তের মৃত্যুর পিছনে রহস্য রয়েছে। যদিও তা মানতে নারাজ অসমের বিজেপি পরিচালিত রাজ্য সরকার।
আরও পড়ুন - উড়ে গেল💮 বাড়ির চাল, উপড়ে গেল গাছ, মাত্র ১০ মিনিটের ঝড়ে ল♔ন্ডভন্ড হাওড়ার গ্রাম
বলে রাখি, অসম🙈ে বাংলাভাষী মুসলিমদের ‘মিয়াঁ’ বলা হয়ে থাকে। অসমিয়াদের একা🉐ংশের দাবি, এরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে অসমে বসতি স্থাপন করেছে।