AI Tutor: কষ্ট করে পড়াশোনার পাট শেষ! AI টিচারই পাইয়ে দেবে ১০০, কীভাবে? Updated: 18 Nov 2024, 07:00 PM IST Sanket Dhar Share AI Tutor By Bengali Scientists: কষ্ট করে পড়াশোনার পাট শেষ! AI টিচারের দৌলতেই খুদে পাবে ১০০-য় ১০০, কীভাবে? 1/7কষ্ট করে নোট বানানো থেকে স্টাডি মেটেরিয়াল জোগাড় করা। পড়াশোনা করার এই চলতি দৃশ্যটাই এবার বদলে যেতে পারে। (ANI) 2/7আর সেই বদলের নেপথ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের দৌলতে এবার নোট বানানো একেবারেই সহজ হয়ে যাবে। (ANI) 3/7শুধু তাই নয়, স্টাডি মেটেরিয়াল জোগাড় করতে চোদ্দটা বই ঘাঁটারও দরকার পড়বে না। সহজেই এআই টিউটর অর্থাৎ এআই শিক্ষক সেই স্টাডি মেটেরিয়াল একেবারে হাতের গোড়ায় এনে ধরবে। (ANI) 4/7বর্তমানে চ্য়াটজিপিটি বা জেমিনির মাধ্যমে এই ধরনের মেটেরিয়াল তৈরি করা সহজ। তবে বাঙালি বিজ্ঞানীদের চেষ্টায় তৈরি হচ্ছে একটি বিশেষ সাইট। (ANI) 5/7এই সময়ের রিপোর্ট অনুযায়ী, আইএমএ রিসার্চের গবেষক সৌভিক চট্টোপাধ্যায়, অমর্ত্য মুখোপাধ্যায়, স্নেহা বিশ্বাসেরা রয়েছেন এআই টিউটর সাইট তৈরির দায়িত্বে। (ANI) 6/7তাদের কথায়, এখানে তথ্য চুরির ভয় নেই। পাশাপাশি পরীক্ষার আগের দিনও চাহিদামতো নোটস পাওয়া যাবে। পাওয়া যাবে বিভিন্ন প্রশ্নপত্রের উত্তর। (ANI) 7/7যার ফলে শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়েও পরীক্ষা দেওয়া ততটা কঠিন হবে না বলে জানাচ্ছেন গবেষকরা। আপাতত বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে। কিন্তু পরবর্তীকালে এই সফটওয়ারের জন্য পয়সা দিতে হতে পারে। (ANI) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি