শ্রীলঙ্কার বিজ্ঞাপনে রাম কথা। অনলাইনে প্রশংসায় ছেয়ে গিয়ে রামায়ণের এই বিশেষ বিজ্ঞাপন। রামায়ণে উল্লিখিত, শ্রীলঙ্কার প্রতিটি স্থান আসলে বাস্তব, তাই তুলে ধরা হয়েছে এই বিজ্ঞাপনে। মহাকাব্য রামায়ণকে শ্রীলঙ্কার ꦇবাস্তব জীবনের স্থানগুলির সঙ্গে এডিটও করা হয়েছে।
কী দেখা গিয়েছে বিজ্ঞাপনে
বিজ্ঞাপন জুড়ে, নাতিকে রামায়ণের গল্প শ♊োনাচ্ছেন ঠাকুমা। রয়েছে একাধিক এক্সপ্রেশন। সীতার অপহরণের মুহূর্ত। ব্যাকগ্রাউন্ডের মিউজিকও অভূতপূর্ব। এই রামায়ণ-থিমযুক্ত বিজ্ঞাপনটি শর্ট ফিল্মের থেকেও কোনও অংশ💞ে কম যায় না। এটি দেখার পরে গায়ে কাঁটা দিয়ে উঠেছে নেটিজেনদের। শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এক্স-এ শেয়ার করেছে এই বিজ্ঞাপনটি। এই বিজ্ঞাপনের লক্ষ্য হল, শ্রীলঙ্কাকে প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা, বিশেষ করে ভারতীয় এবং ভগবান রামের ভক্তদের জন্য।
আরও পড়ুন: (ট্রাম্প ফের প্র😼েসিডেন্ট, না পোষালে চার বছরের জন্য ক্রুজে চলে যান, নয়া ব্যবস্থা আমেরিকায়)
বিজ্ঞাপনের শুরুতে ಌদেখা গিয়েছে, ঠাকুরমা এবং নাতি একসঙ্গে বসে রামায়ণের গল্প পড়ছেন। নাতি যখন জিজ্ঞাসা করে যে হিন্দু মহাকাব্যে বর্ণিত স্থানগুলি বাস্তব কিনা, ঠাকুমা তা নিশ্চিত করেন। তারপরে মা সীতার সঙ্গে রাবণ, আর তাঁর পুষ্পক বিমানে শ্রীলঙ্কায় ভ্রমণের একটি অ্যানিমেটেড ক্লিপও দেখানো হয়। তার পরে রাবণের গুহা সহ, যেখানে সীতাকে রাখা হয়েছিল, তার সঙ্গে সম্পর্কিত শ্রীলঙ্কার প্রকৃত স্থানগুলির দৃশ্🔥যও ভিডিয়ো বিজ্ঞাপনে দেখানো হয়েছে।
এই ক্লিপে, ঠাকুমাকে এও বর্ণনা করতে শোনা যায় যে হ🗹নুমান কীভাবে লঙ্কায় পৌঁছেছিলেন। কীভাবে মা সীতাকে খুঁজে পেয়েছিলেন, এবং তাঁকে উদ্ধার করে নিয়ে আসার জন্য প্রার্থনাও করেছিলেন। এরপর হনুমানকে রাবণের প্রহরীদে🐲র বন্দী করে নিয়ে যাওয়া, তাঁর লেজ পোড়ানো এবং রাবণের প্রাসাদ পোড়ানোরও বর্ণনা দেন ঠাকুমা। ঠাকুমা এও জানান যে ভগবান রাম মা সীতাকে বাঁচাতে কীভাবে লঙ্কায় গিয়েছিলেন। ভগবান রামের সেনাবাহিনী দ্বারা নির্মিত রাম সেতু সেতুর কাহিনী বর্ণনা করেন। সেই রামসেতুর বাস্তবিক ক্লিপও দেখানো হয়। এরপর লক্ষ্মণকে বাঁচাতে সমগ্র সঞ্জীবনী পর্বত তুলে এনে, হনুমানের অপার শক্তিরও বর্ণনা দেন ঠাকুমা।
এখানে দেখুন অনন্য ভিডিয়োটি
আরও পড়ুন: (এনগেজ🍌মেন্ট ভাঙলে দামি আংটির অধিকার কার? ৬০ বছরের পুরনো নিয়ম বাতিল)
বলা বাহুল্য, এত সুন্দরভাবে রামায়ণকে বর্ণনা🅠 করতে দেখে মুগ্ধ হয়েছেন ভারতীয় নেটিজেনরা। একজন লিখেছেন, আমি পরের বছর বন্ধুদের সঙ্গে টোকিও ট্রিপের পরিকল্পনা করছিলাম। কিন্তু এই বিজ্ঞাপনটি এখন আমার পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য করেছে। জানতাম না, শ্রীলঙ্কানরা আজ পর্যন্ত সেই ঐতিহাসিক স্থানগুলোকে যত্নে রেখেছেন। খুব ভাল বিজ্ঞাপন। ধন্যবাদ।