ভারতীয় ক্রিকেট দল কিউয়িদের বিপক্ষে 𓆏সিরিজ হারের পর খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চারটি জিতলে ভারতীয় দলের সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যা পরিস্থিতি, অজিদের ডেরায় গিয়ে খুব একটা সুখে নেই টিম ইন্ডিয়া। চোটাঘাত লেগেই রয়েছে, সিনিয়র ব্যাটারের সংখ্যাও হাতে গোনা। তাঁরাও ফর্মে নেই।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা স♕রফরাজের!
এবারের বর্ডার গাভাসকর সিরিজে অতি বড় ভারতীয়🍎 ক্রিকেটভক্তরাও মনে করছেন না বিরাটদের পক্ষে জেতা সহজ হবে। সিরিজ যদি জিততে হয়, তাহলে যে গত দুবারের থেকে অনেক কাঠখড় পোড়াতে হবে, তাও জানেন সকলে। এরই মধ্যে জাস্টিন ল্যাঙ্গার অবশ্য ভারতের পক্ষে ব্যাট ধরে বলছেন, চ্যাম্পিয়নদের কখনও আন্ডারডগ ধরা হয় না।
ভারতীয় দল যখন খারাপ ফর্মে থাকুক না কেন, দল তো তারকাখচিত। বিরাট, রাহুল, জাদেজা, অশ্বিন, বুমরাহ, অনেক বড় নাম রয়েছেন। তাই প্রা𝄹ক্তন অজি তারকা তথা লখনউ সুপার জায়ান্টস দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলছেন, সব খেলাতে একটা কথা মেনে চলা উচিত। চ্যাম্পিয়নদের কখনই ছোট করে দেখতে নেই, কারণ ওরা চ্যাম্পিয়ন।
আরও পড়ুন- পুত্র সন্তানেꦉর মা হলেন রিജতিকা! রোহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
ল্যাঙ্গার বলছেন, ‘ভারতে যা জনসংখ্যা, তাঁরা সবাই ভারতীয় ক্রিকেটারদের থেকে ভালো পারফরমেন্স চায়, এই প্রেসার একটা থাকবেই। তবে এটাও ঠিক যা বয়স্ক ক্রিকেটার, তাঁদেরও নিজের সেরাটা দিয়ে কমাল দেখানো উচিত। যদি এখানে অশ্বিন, রোহিত, বুমরাহ বা জাদেজার মতো সুপারস্টারদের এটা শেষ অজি সফর হয়, তাহলে তাঁদের ওপর তো ক্রিকেট♊ভক্তরা নজর রাখবেই ’।
আরও পড়ুন-𝔉 IPL♈ নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
একইভাবে অস্ট্রেলিয়ান পেস অ্যাটাক নিয়েও ল্যাঙ্গার বলছেন, ‘হ্যাজেলউড, স্টার্ক, কামিনসদেরও বয়স হয়েছে। তাই অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক এখন খুবই সিনিয়র। তাই ওদের খেলাও সকলের সময় থাকতে উপভোগ করা উচিত। ভারত ভালো দল হলেও নিউজিল্যানꦏ্ড দলেরও কৃতিত্ব আছে, যেভাবে তাঁরা টানা তিন টেস্টে জিতে সিরিজ জিতেছে ’।