ছাত্রদের রাস্তায় নামার আগে সংশোধিত নাগরিকত্ব আইন পড়ার পরামর্শ দিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি। তাঁর অভিযোগ, আইন নিয়ে অপপ্রচারে নেমেছে বিরোধীরা।সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এ দিন স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকের আগে পুলিশের ভূমিকা নিয়েও মন্তব্য করলেন রেড্ডি।সম্প্রতি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে বিক্ষোভরত পড়ুয়াদের কড়া হাতে দমনের সমালোচনা করে তিনি বলেন, ‘দিল্লি পুলিশ এখন কাউকে মারধর করছে না। কেউ (পুলিশের) ছাত্র বা প্রতিবাদীদের বিরুদ্ধে যেন লাঠি বা অন্য অস্ত্র ব্যবহার না করন।’এ দিন বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছিল বাম দমগুলি-সহ বিরোধীরা। দিল্লিতে আশপাশের জেলা থেকে মানুষ ঢোকার পথ বন্ধ করেছিল পুলিশ। প্রায় ৫ ঘণ্টা বন্ধ ছিল দিল্লির রাজধানী এলাকা। ২০টি মেট্রোরেল স্টেশনও বন্ধ রাখা হয়েছিল।উত্তরপ্রেদশের মতো কিছু রাজ্য থেকে এ দিন বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া গিয়েছে। কিষেন রেড্ডি দাবি করেছেন যে, দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে বলেও তিনি নিশ্চিত।বিতর্কিত আইনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ সম্পর্কে এ দিন রেড্ডি বলেন, ‘আমাদের কাজের তালিকায় কাউকে বন্দিশিবিরে বা দেশের বাইরে পাঠানোর উল্লেখ নেই। ধর্মের নামে মানুষকে প্ররোচিত করা বন্ধ করুক রাজনৈতিক দলগুলি।’সিএএ ও এনআরসি-এর বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ সম্পর্কে রেড্ডির দাবি, ‘বুঝতে পারছি না কেন ছাত্ররা প্রতিবাদ জানাচ্ছেন। শান্তি বজায় রাখলে দেখবেন আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে আমরা তৈরি।’তবে প্রতিবাদ জানানোর অধিকারকেও এ দিন মান্যতা দেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে তার জেরে হিংসার ছড়ানোর তিনি কড়া সমালোচনা করে জানান, হিংসা ছড়ানোর চেষ্টা করলে কাউকে ছাড়া হবে না।