কণিষ্ক সিংহারিয়া
দিল্লির কেন্দ্রীয় বিদ্যালয়ে ১১ বছর বয়সী এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল সিনিয়রদের বিরুদ্ধে। ওয়াশরুমে তুলে নিয়ে গিয়ে গণ🐻ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবার এনিয়ে দিল্লি পুলিশের কাছে নোটিস পাঠাল দিল্লির মহিলা কমিশন।
পিটিআই রিপোর্ট অনুসারে কেন্দ্🌳রীয় বিদ্যালয় সংগঠনও এনিয়ে তদন্তের🐻 নির্দেশ দিয়েছে।
গত জুলাই মাসের ঘটনা। গত মঙ্গলবার ওই ছাত্রী পুলিশের কাছে যায়। গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করে কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি লিখেছেন, দিল্লিতে স্কুলের মধ্য়েই ১১ বছর বয়সী এক ছাত্রীকে গণধর্ষণ করা𝔍র অভিযোগ এসেছে। স্কুꦜলের টিচার বিষয়টি চেপে যাওয়ার জন্য় বলেছিলেন। এমনটাই অভিযোগ ছাত্রীর। রাজধানীতে স্কুলও মেয়েদের কাছে নিরাপদ নয়, এটা দুর্ভাগ্যের।
ওই 🐎নাবালিকার অভিযোগᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ, ক্লাসের দিকে যাওয়ার সময় ক্লাস ১১ আর ১২এর দাদাদের সঙ্গে ধাক্কা লেগে যায়। আমি ক্ষমাও চেয়েছিলাম। কিন্তু ওরা টেনে নিয়ে গেল টয়লেটে।
এদিকে টয়লেটের দরজা আটকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি সে টিচারকে💃ও জানিয়েছিল। কিন্তু তিনি জানিয়েছিলেন যে ছাত্রদের বহিষ্কার করা হবে। বিষয়টি জানাজানি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল।
এদিকে গোটা ঘটনা কেন পুলিশকে জানানো হয়নি তার ব্যাখ্যা চাওয়া হয়👍েছে স্কুলের কাছে।
এদিকে কেন্দ্রীয় বিদ্✃যালয় সংগঠনের দাবি, স্কুল কর্তৃপক্ষ তাদেরকেও জানায়নি। কেভিএস আধিকারিকরা জানিয়েছেন, স্কুলের পেরেন্ট -টিচার মিটিংয়েও বিষয়টি তোলা হয়নি। পুলিশের কাছে অভিযোগ হওয়ার পরে আমরা জানলাম। পুলিশ সূত🏅্রে খবর, টিচিং স্টাফ ও অভিযুক্ত ছাত্রদের সঙ্গে কথা বলা হচ্ছে।