২০ তারিখ থেকে যে সব স্থান করোনা কনটেন্টমেন্ট জোন নয়, সেখানে অনেক কিছুই বাড়িতে বসে অর্ডার করে নিতে পারবেন ই কমার্স সাইটগুলি থেকে। স্বরাষ্ট্রমন্ত্রকের বরিষ্ঠ কর্তা এই কথা জানিয়েছেন। এর ফলে লাভবান হবে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থারা।জানা গিয়েছে ইলেকট্রনিক পণ্য অর্ডার করা যাবে। এর মধ্যে রয়েছে ল্যাপটপ, টিভি, ফ্রিজ, মোবাইল ফোন ইত্যাদি। একই সঙ্গে জামাকাপড় ও স্কুলে পড়া বাচ্চাদের স্টেশনারি আইটেমও অর্ডার করতে পারবেন। এছাড়া অত্যাবশ্যক পণ্য যেমন গ্রসারি ও ওষুধ তো আগে থেকেই অর্ডার করা যাচ্ছে।তবে এই সব সংস্থার ডেলিভারি ভ্যানগুলিকে বিশেষ পারমিশন নিতে হবে গাড়ি চালানোর জন্য।কুড়ি এপ্রিল থেকে গ্রিন জোনগুলিতে ধীরে ধীরে অর্থনৈতিক কার্যকলাপ শুরু করতে চায় কেন্দ্র। তার জেরেই ই-কমার্স সাইটগুলিকে ছাড়পত্র দেওয়া হয়েছে অত্যাবশ্যক ছাড়াও অন্যান্য মাল বিক্রি করার। এর জন্য ট্রাক চালানোর অনুমতিও দিয়েছে সরকার।অন্যদিকে অ্যামাজন জানিয়েছে যে ছোটো ব্যবসায়ীদের থেকে তারা ৫০ শতাংশ কম কমিশন নেবে। এতে এই বিপদের সময় ব্যবসায়ীদের একটু সাহায্য হবে বলেই সংস্থার দাবি।