বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রক ব্রহ্মস এয়ারোস্পেস প্রাইভেট লিমিটে☂ডের সঙ্গে ১৭০০ কোটির চুক্তি স্বাক্ষর করেছে। নেভির জন্য মিসাইল কিনতেই এই চুক্তি। মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে👍, মূলত আত্মনির্ভরতাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় নৌ সেনার শক্তিকে আরও বৃদ্ধি করবে এই মিসাইল। আসলে এই ধরনের মিসাইল একদিকে যেমন ༺স্থল থেকেও নিক্ষেপ করা যাবে আবার শত্রুপক্ষের জাহাজেও আঘাত হানতে এটি সক্ষম।
এদিকে ব্রাহ্মস মিসাইল সাধারণl জলে, স্থলে, অন্তরীক্ষে আঘাত হানতে সক্ষম𝕴। ভারতের 🔴সশস্ত্র বাহিনীর কাছে এই তিন ধরনের মিসাইলই আছে।
ইন্দো রাশিয়ান যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল এই মিসাইল। এটির পাল্লা মোটামুটি ২৯০ কিমি। এটিকে বিশ্বের দ্রুততম গতি সম্পন্ন মিসাইল বলে গণ্য করা হয়। প্রায় শব্দের গতিবেগের চেয়ে তিনগুণ বেশি গতিবেগে এটি ছুটতে পারে। ভারতীয় বায়ুসেনার হাতে যে মিসাইল রয়েছে তার পাল্লা প্রায় ৪৫০-৫০০ কিমি প☂র্যন্ত।