বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi at Mann ki Baat on Tribeni Kumbh: 'সংস্কৃতি রক্ষা করেছেন', বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে কুম্ভ আয়োজনের প্রশংসায় মোদী
হুগলির ত্রিবেণী প্রাচীন এক তীর্থস্থান। কথিত আছে - গঙ্গা, যমুনা, সরস্বতী, তিন নদীর সঙ্গমস্থল বলেই এই জায়গার নাম ত্রিবেণী। আজ বছরের দ্বিতীয় 'মন কি বাত' অনুষ্ঠানে মোদীর গলায় সেই ত্রিবেণী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'বন্ধুরা, পশ্চিমবঙ্গের ত্রিবেণীতে বহু শতাব্দী ধরে একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। বিভিন্ন মঙ্গলকাব্য, বৈষ্ণব সাহিত্য, শাক্ত সাহিত্য এবং অন্যান্য বাংলা সাহিত্যকর্মে এর উল্লেখ পাওয়া যায়। এই মাসে সেই ত্রিবেণীতে কুম্ভ স্নানের আয়োজন করা হয়েছে। এই পুণ্যস্নানে আট লাখ মানুষ অংশ নিয়েছিলেন। তবে আপনি জানেন এটি কেন এত তাৎপর্যপূর্ণ? কারণ, ৭০০ বছর পর ফের এই প্রথাকে পুনরজ্জীবিত করা হয়েছে।' (আরও পড়ুন: 'মনে হচ্ছে মোদীজি পাকিস্তানকে সাহায🍌্য করবেন', দাবি প্রাক্তন 'র' প্রধানের)