মধ্যপ্র🌸দেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পরমারের এক মন্তব্য কাড়ল শিরোনাম। ইন্দ্র সিং পরমারের দাবি, আমেরিকা ক্রিস্ജটোফার কলম্বাস আবিষ্কার করেছিলেন বলে ভুল পড়ানো হচ্ছে। তাঁর দাবি, আমেরিকায় কলম্বাসের আগে পৌঁছেছিলেন ভারতীয়রা। ভোপালের বরকতুল্লা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই দাবি করেন। এর পাশাপাশি তিনি ভাস্কো দা গামার ভারতে আগমন নিয়েও বড় দাবি করেন।
ভোপালের ওই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত জনতাকে ইন্দ্র সিং পরমার বলেন,' ভাস্কো দ্য গামা নিজে উল্লেখ করেছেন যে চন্দন নামের এক ব্যবসায়ী তাঁর আগে আগে জলপথে যাচ্ছিলেন, তিনি এও উল্লেখ করেন যে, চন্দনই ভারত আবিষ্কার করেন, তিনি নন।' পরমার দাবি করেছেন, ওই চন্দন নামের ব্যবসায়ী মূলত ছিলেন গুজরাতের বাসিন্দা। পরমার বলেন, এক দোভাষীর সহায়তায় চন্দনকে ভাস্কো দ্য গামা বলেন, তিনি ভারত দেখতে চান। তখনই ওই চন্দন নামের ব্যবসায়ী বলেন, আমি সেখানেই যাচ্ছি, আপনি আমার পিছনে পিছনে চলে আসুন। এরপর অনুষ্ঠান মঞ্চ থেকে ইন্দ্র সিং পরমার বলেন,'কিন্তু ভুল ইতিহাস আমাদের পড়ানো হচ্ছে। একইভাবে আমেরিকা𝓡 ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেননি। এটা আসলে ভুল ইতিহাস।'
৬০ বছর বয়সী বিজেপির ওই মন্ত্রী যখন ভাষণ দ𝔉িচ্ছিলেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন, মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল সহ বহু বিশিষ্টরা, ছিলের অধ্যাপকরাও। এদিকে, পরমার বলতে থাকেন,' এককালে ভারতীয় ব্যবসায়ীরা আমেরিকায় ব্যবসা পরিচালনা করছেন। এমনকি তাঁরা আমেরিকায় একটি সূর্য মন্দিরও তৈরি করেছিলেন। এর ভিত্তিতে, আমরা দাবি করতে পারি যে ভারতীয় ব্যবসায়ীরা আমেরিকা আবিষ্কার করেছিলেন, এটি কলম্বাসের আগে ছিল এবং আমাদের লোকজন সেখানে ব্যবসা করতেন।' তাঁর দাবি কলম্বাস ১৪৯২ সালে আমেরিকা গেলেও, অষ্টম শতাব্দীতে ভারতীয় ব্যবসায়ীরা আমেরিকা পৌঁছন। সংবাদ সংস্থা এএনআইকে পরমার বলেন,'ইতিহাসে এটা স্বয়ংসিদ্ধ হয়ে গিয়েছে যে ভাস্কো দা গামা ভারতের খোঁজ করেননি। ভারতের ইতিহাস বলছে, ভাস্কো দা গামার দেশের নির্মাণের আগেও অস্তিত্ব ছিল, ফলে ভারতের খোঁজের প্রশ্নই ওঠে না।'