দিল্লিতে বসে শেখ হাসিনা যেন বিবৃতি দিতে না পারেন। ভারত সরকারের কাছে এমনই আবেদন বাংলাদেশের অন্তরবর্তীকালীন সরকারের। এই নিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তৌফিক হাসান গতকাল বলেন, 'শেখ হাসিনা যেভাবে ভারতীয় সংবাদমাধ্যমে নিজের বক্তব্য ও বিবৃতি পেশ করছেন, তাতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মোটেও সন্তুষ্ট নয়।' এই আবহে বাংলাদেশের ইউনুস সরকারের তরফ থেকে নাকি দিল্লির কাছে বার্তা পাঠানো হয়েছে এই মর্মে। (আরও পড়ুন: চট্টগ্রাম পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক 💫ভারতের ইসকন, বার্তা সোজা মোদীকে)
আরও পড়ুন: প্রেসিডেন্ট ট্রাম্প পাবেন ৪ লাখ ডলার, তাঁর সরকারে পদ প🐠াওয়া মাস্ক-বিবেকের বেতন কত
এই বিষয়ে তৌসিফ সংবাদমাধ্যমকে বলেন, 'ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে যাতে শেখ হাসিনা সেদেশে বসে বক্তৃতা বা বিবৃতি না দিতে পারেন। তবে ভারত থেকে এখনও কোনও উত্তর পায়নি বাংলাদেশ।' উল্লেখ্য, গত ৫ অগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের আবহে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। সেই থেকেই এখানেই আছেন তিনি। আর দেখতে দেখতে ভারতে ১০০ দিন হয়ে গেছে হাসিনার। এই আবহে দিল্লিতে বসেই ডোনাল্ড ট্রাম্পকে জয়ের জন্যে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি পেশ করেছিলেন হাসিনা। এর আগেও আওয়ামি লিগের মাধ্যমে কয়েকটি বিবৃতি প্রকাশ করেছিলেন হাসিনা। ওদিকে হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের ইউনুস সরকার। (আরও পড়ুন: 'যখন সপ্তাহে কর্মদিবস ৬ থে🌱কে কমিয়ে ৫ দিন করা হল...', ফের বিস্ফোরক নারায়ণ মূর্তি)
আরও পড়ুন: 'বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করলে হত্যাযজ্ঞ চলবে', চরম হুঁ♔শিয়াܫরি ইউনুসকে
আরও পড়ুন: সা🌼মনে বিস্ফোর🥀ক ভিডিয়ো, দেরাদুন দুর্ঘটনায় মৃত ৬ পড়ুয়ার পরিবার কেন FIR করেনি এখনও
এদিকে আনন্দবাজারের রিপোর্টে দাবি করা হয়েছে, এই রেড কর্নার নোটিশ নিয়ে ভারত স🉐রকারের অবস্থান স্পষ্ট। দিল্লির বক্তব্য, ঘরোয়া রাজনীতির জেরেই শেখ হাসিনার বিরুদ্ধে এই পদক্ষেপ করা হচ্ছে। এই আবহে এটা প্রায় নিশ্চিত যে হাসিনাকে ইউনুস সরকারের হাতে তুলে দেবে না দিল্লি। এদিকে হাসিনা ছাড়া আওয়ামি লিগের আর কত জন নেতা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন? এই নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের কাছে। এই বিষয়ে তৌসিফ বলেন𒉰, 'গণঅভ্যুত্থানের পর আওয়ামি লিগ সরকারের কতজন প্রাক্ত মন্ত্রী এবং সাংসদ ভারতে গিয়েছেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের কাছে।' এদিকে তৌসিফ জানান, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সঙ্গে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক করার জন্যে নাকি ভারত আগ্রহ প্রকাশ করেছে। উল্লেখ্য, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্প্রতি।