নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের অবসান হলেও এই যুদ্ধে শহীদ হয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন জওয়ান। দেশরক্ষায় নিজেদের জীবন উৎসর🍌্গ করা এই শহীদদের শোকে ডুবে আছে দেশ। দেশের জন্য প্রাণ দেওয়া সৈনিকদের মধ্যে একজনের নাম মুরালি নায়েক। তিনি অন্ধ্র প্রদেশের সত্য সাই জেলার কালিথন্ডা গ্রামের বাসিন্দা। এই শহীদ জওয়ানের পাশে দাঁড়াতে এবার প্রশংসনীয়ভাবে এগিয়ে এলেন মুম্বইয়ের এক দম্পতি। বিদেশে ঘুরতে যাওয়ার জন্য জমানো লক্ষাধিক টাকা তুলে দিলেন এই শহীদ জওয়ানের পরিবারের হাতে।
আরও পড়ুন: ‘পাক জঙ্গিদের মদত করা দালালদের꧟কেও শেষ করতে হবে’ বার্তা 💖ঝন্টুর পরিবারের
জানা গিয়েছে, শহীদ মুরালি নায়েকের সম্মানে এই দম্পতি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বিশ্বাস এই সিদ্ধান্ত শহীদ জওয়ানের শোকাহত পরিবারকে সাহায্য করবে। তবে, এই দম্পতি তাদের পরিচয় গোপন রেখেছেন। বিদেশে ভ্রমণের স্বপ্ন ছিল তাঁদের। তার জন্য তাঁরা ১.০৯ লক্ষ জমিয়েছিলেন। ভ্রমণের সব রকমের পরিকল্পনা প্রায় সেরে ফেলেছিলেন﷽। কিন্তু, শেষ মুহূর্তে ভ্রমণ বাতিল করার সিদ্ধান্ত নেন দম্পতি। আর সেই টাকা তুলে দেন শহীদ সৈনিক মুরালি নায়েকের পরিবারকে। এই কাজের জন্য অবশ্য প্রচারের আলোয় আসতে চাননি দম্পতি। বরং নীরবে থেকে শহীদ জওয়ানদের প্রতি তাঁদের কৃতজ্ঞতা বোধ এসেছে ভিতর থেকে। তাঁদের এই নিঃস্বার্থ, নীরব এবং মানবিক আচরণ হাজার হাজার মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। 𝄹ইনস্টাগ্রামে ‘weareyuvaa’ অ্যাকাউন্টে এই পোস্ট শেয়ার করা হয়েছে। নেটিজেনরা এই দম্পতিকে প্রশংসনীই এই কাজের জন্য সেল্যুট জানিয়েছেন।