বাসস্ট্যান্ডের মাথাটা গম্বুজের মতো দেখতে।মাঝখানেরটা বড় গম্বুজ। আর দুপাশে ছোট দুটি গম্বুজ। কর্ণাটকের মাইসোরে সেই গম্বুজ আকৃতির বাসস্ট্যান্ডকে ভেঙে ফেলার নির্দেশ দিল জাতী📖য় সড়ক কর্তৃপক্ষ। তাদের দাবি নিয়ম বহির্ভূতভাবে এই বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর।
বিজেপি এমপি প্রতাপ সিংহ এর আগেই অভিযোগ তুলেছিলেন, মসজিদের মতো দেখতে বাসস্ট্যান্ড ত🃏ৈরি করা হয়েছে। এটি ভেঙে ফেলা দরকার। তিনি জানিয়েছিলেন, একটা বড় আর দুটো ছোট গম্বুজ। এটাকে মসজিদ হিসাবেই ধরা হয়। তিন চারদিন সময় দিলাম কর্তৃপক্ষকে। ওরা না ভাঙলে নিজেই জেসিবি এনে গুড়িয়ে দেব।
এরপরই মাইসোর পুরꦉকর্তৃপক্ষকে ১৫ নভেম্বর চিঠি পাঠাল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ওই বাসস্ট্যান্ডটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চিঠিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই বাসস্ট্যান্ডটি ভেঙে ফেলার জন্য় এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় বিজেপি এমএলএ এসএ রামদাসের দাবি, এটি মাইসোরের রাজবাড়ির আদলে তৈরি করার জন্য বলা হয়েছিল। শহরের ঐতিহ্যকে স্মরণ করেই এই ধরনের আকৃত🐼ি দেওয়ার কথা ছিল। তবে ঠিকাদার একজন মুসলিম বলে একটি মিথ্যা কথা রটনা করা হচ্ছে। কিন্তু মাইসোর রাজবাড়ির ডিজাইনের কথা বলে অনেকটা মসজিদের মতো হয়ে দেখতে হয়ে গিয়েছ🐷ে।