বাজেট অধিবেশনের সূচনার আগে আজ সংসদভবনের সামনে সংক্ষিপ্ত বক্তৃতা পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই সব সাংসদদের প্রতি মোদী আবেদন করেন, সংসদ অধিবেশনে যাতে সব সাংসদরা আত্মবিশ্লেষণ করেন এবং আসল সমস্যা নিয়ে আলোচনা করেন। বিরোধীদের খোঁচা দিয়ে মোদী বলেন, 'সংসদ অধিবেশনকে পণ্ড করার অভ্যাস গড়ে তুলেছেন অনেকে। তাঁদের আত্মবিশ্লেষণ করা উচিত।' এদিকে আজকে নারীশক্তির প্রসঙ্গ টেনে এনে মোদী বলেন, 'রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পথ দেখাবেন আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। এখানেই নারী শক্তির কতটা শক্তিশালী, তা দেখা গিয়েছে।' মোদী এরপর আরও বলেন, 'লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে। তাই অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়। আমরাও সেই রীতি অনুসরণ করছি। ভোটের পর সরকার গঠন হলে আমরা পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আসব।' (আরও পড়ুন: স🃏ংখ্যাগরিষ্ঠতা ছিল INDIA-র কাছে, তবে চণ্ডীগড়ে জয়ী BJP, কাঁদতে কাঁদতে আদালতে AAP)