বাংলা নিউজ > ঘরে বাইরে > Narendra Modi Commissions INS Vikrant: ‘নতুন ভবিষ্যতের সূর্যোদয়ের সাক্ষী দেশ’, মোদীর হাত ধরে ইতিহাস গড়ল INS বিক্রান্ত
প্রধানমন্ত্রী মোদী আজ আইএনএস বিক্রান্তকে কমিশন করেন এবং এই স্বপ্ন পূরণের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে অভিনন্দন জানালেন। এই কৃতিত্ব অর্জনের আবহে আজ প্রধানমন্ত্রী বলেন, ‘আইএনএস বিক্রান্তে ব্যবহৃত ইস্পাত ভারতে তৈরি। আইএনএস বিক্রান্তে ব্যবহৃত তারগুলি কোচি থেকে কাশী পর্যন্ত প্রসারিত হতে পারে। আইএনএস বিক্রান্ত দুটি ফুটবল মাঠের মতো বড়। এটি যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে তা পাঁচ হাজার ঘরকে আলোকিত করতে পারে।’ (আরও পড়ুন: কেরলের উপকূলে তৈরি হল ইতিহাস, ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরীকে চিনে নিন)