সীমান্তে এক ইঞ্চিও জমি ছাড়বে না ভারত। দীপাবল﷽ির সকালে 🍃কঠোর ভাষায় এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন অন্য়ান্য বছরের মতোই ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দিওয়ালি🌃 পালন করেন নরেন্দ্র মোদী। গুজরাতের📖 কচ্ছ অঞ্চলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। যদিও সংশ্লিষ্ট মহলের ব্যাখ্য়া মোদী আ🐻সলে ভারতের সঙ্গে সীমান্ত বিবাদে জড়িয়ে♔ পড়া প্রতিবেশী রাষ্ট্রগুলিকেই বার্তা দিয়েছেন।
এদিন তিনি বলেন, ভারতের সেনা যেমন দৃঢ়সঙ্কল্প নিয়ে 𝕴এগিয়ে চলে, ভারতের জাতীয় নীতিও সেই সঙ্কল্পের সঙ্গে সামঞ্জস্য বিধান করেই তৈরি করা হয়।
মোদীর কথায়, 'আমরা আমাদের সেনাদের সঙ্কল্পকে বিশ্বাস করি। কিন্তু, আমাদের শত্রুদের কথায় বিশ্বাস করি না।' একইসঙ্গে মোদী জানান, ভারতের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ভারতের সেনাবাহিনী তাদের এবং♍ এဣই দেশকে রক্ষা করতে সক্ষম।
প্রসঙ্গত, সীমান্ত সংক্রান্ত বিভিন♍্ন সমস্যার সমাধান করতে ভারত সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান ও সহযোগিতারও প্রশংসা করেন মোদী।
সেনাবাহিনীর উদ্দেশ্য়ে তিনি বলেন, ‘সারা বিশ্বের কাছে আপনারা ভারতের শক্তির প্রতি🦋নিধিত্ব করছেন। আর আমাদের শত্রু কাছে আপনারা তাদের অশুভ ষড়যন্ত্র শেষ করার বার্তা দিচ্ছেন।’
প্রসঙ্গত, কচ্ছের এই অঞ্চল তার প্রতিকূল আবহাওয়া ও ভৌগলিক বৈশিষ্ট্যের জন্য ব⛦িশেষ পরিচিত হলেও মোদী এখানেই দিওয়ালি পালন করতে ভালোবাসেন। বস্তুত, দিওয়ালি পালনের ক্ষেত্রে এই জায়গাই তাঁর প্রথম পছন্দ। ২০১৪ সাল থেকে এই অভ্যাস অব্যাহত রেখেছেন তিনি।
এদিন মোদী নিজেও তাঁর এই ꧅ভালো লাগার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দিওয়ালি উদযাপন করা তাঁর কাছে অন্যতম সেরা এক অনুভূতি।
এই প্রসঙ্গে মোদী বলেন, 'জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালꦑন করার সুযোগ পাওয়া আমার কাছে সবথেকে বেশি আনন্দের বিষয়। আমি আপনাদের সকলকে আমার শুভ কামনা জানাচ্ছি।'
একইসঙ্গে, সীমান্তে ভারত যে এক ইঞ্চি জমিও কাউকে ছাড়বে না, কঠোরভাবে সেই বার্তাও দেন মোদী। তিনি বলেন, 'এই মুহূর্তে দেশে এমন এক সরকার রয়েছে, যা🌸রা সীমান্তে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। আমাদের দৃঢ় বাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদܫের নীতি নির্ধারণ করা হয়।'
এদিনে⛎র অনুষ্ঠান মঞ্চ থেকে উন্নত ভারত গড়ার লক্ষ্য পূরণে ভারতীয় সামরিক বাহিনীর অবদানের প্রশংসা করেন মোদী।
তিনি বলেন, 'আজ ভারত তার নিজের ডুবোজাহাজ নিজেই তৈরি করছে। আজ আমাদের তেজস বিমান বায়ু সেনার শক্তিতে পরিণত হয়েছে। আগে, ভারত বিদেশ থেকে অস্ত্র আমদানি করত। আর আজ ভারত 🐲বিশ্বের বিভিন্ন দেশের কাছে নানা ধরনের প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করছে।'