রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস দেশ মাতৃকার সেবায় নিজেকে সম🃏্পূর্ণ উৎসর্গ করেছে। শনিবার ঠিক এভাবেই জাতীয়তাবাদী ও কট্টর দক্ষিণপন্থী এ✱ই সংগঠনের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন আরএসএস কার্যকর্তা তথা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী পদে আসীন নরেন্দ্র মোদী।
এবছরই ১০০তম প্রতিষ্ঠা বর্ষে (২০২৫ সালে ১০০ বছর পূর্ণ করবে এই সংগঠন) প্রবেশ 🃏করছে আরএসএস।🍨 সেই উপলক্ষে শনিবার তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মোদী। শুক্রবার বার্ষিক বিজয়া দশমী উপলক্ষে একটি ভাষণ দিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবারের পোস্টে মোহন ভাগবতের সেই ভাষণের লিঙ্ক তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই ভাষণের সকলের অবশ্যই শোনা উচিত।
বিজেপিতে যোগদানের আগে বহু বছর ধরে আরএসএসের কার্য🐲কার্তা তথা প্রচারক হিসাবে নিজের দায়িত্ব পালন করেছেন নরেন্দ্র মোদী। মোহন ভাগবতের শুক্রবারের ভাষণের প্রসঙ্গ উত্থাপন করে তাঁর বার্তা, আরএসএস 'মা ভারতী'র সেবায় নিজেকে উৎসর্গ করেছে। যা প্রত্যেক প্রজন্মকে উদ্বুদ্ধ করে। তাঁর দাবি, আরএসএসের এই আদর্শই নতুন প্রজন্মকে 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে পৌঁছতে উদ্বুদ্ধ করবে।
উল্লেখ্য, আরএসএসের জন্ম হয়েছিল ১৯২৫ সালে। মনে করা হয়, আরএসএস-ই হল বিজেপির💯 আদর্শ গুরু।
উল্লেখ্য, গত শুক্রবারের ভাষণে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, বর্তমানে ভারত ক্রমশ বিকাশ বা উন্নতির পথে এগিয়ে চলেছে। এইꦐ উন্নয়ন ও সমৃদ্ধির জন𓂃্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের ভূয়সী প্রশংসা করেন ভাগবত।
তাঁর কথায়, 'যদি আমাদের দেশের কথা বলতে হয়, তাহলে বলব, এই মুহূর্তে আমাদের দেশে নানা ক্ষেত্রে এগিয়ে ♐চলেছে। যেমন - আমরা প্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছি। সেইসঙ্গে, সমাজের বোধও ক্রমশ আরও সমৃদ্ধ হচ্ছে।'
প্রসঙ্গত, প্রতি বছরই দশেরার দিন সংঘের কার্যকর্তাদের উদ্দেশে বক্তৃতা করেন মোহন ভাগবত। মহারাষ্ট্রের নাগপুরের রেশিমবাগ ময়দানে এই কর্মসূচি পালন কꦐরেন তিনি। তি🐼থি মেনে এবছর গত শুক্রবার সেই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
সেই উপলক্ষে শনিবার তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, 'দেশ মাতৃকার সেবায় ব্রতী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, অর্থাৎ আরএসএস আজ তার ১০০তম বর্ষে পℱ্রবেশ করছে। অবিচল যাত্রার এই ঐতিহাসিক মুহূর্তে সমস্ত স্বয়ংসেবককে আমার আন্তরিক অভিনন্দন ও অনন্ত শুভকামনা। মা ভারতীর প্রতি🍌 এই সঙ্কল্প ও সমর্পণ দেশের প্রত্যেক প্রজন্মকে উদ্বুদ্ধ করার পাশাপাশি 'বিকশিত ভারত' নির্মাণ করারও শক্তি প্রদান করবে। আজ, বিজয়া দশমীর এই শুভ মুহূর্তে মাননীয় সংঘ সঞ্চালক শ্রী মোহন ভাগবতজির বক্তৃতা অবশ্য শোনা উচিত।...'