আজকে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানির ৯৪তম জন্মদিন। সেই উপলক্ষে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় মোদী লেখেন, 'শ্রদ্ধেয় আডবানিজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা রইল। জনগণের ক্ষমতায়ন এবং আমাদের সাংস্কৃতিক গর্ব বাড়ানোর জন্য তাঁর অসংখ্য প্রচেষ্টার জন্য জাতি তাঁর কাছে ঋণী। তিনি তার পণ্ডিত সাধনা এবং সমৃদ্ধ বুদ্ধির জন্যও ব্যাপকভাবে সম্মানিত।' প্রধানমন্ত্রী মোদী ছাড়াও আডবানিকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দলের সাধারণ সম্পাদক সিটি রবি, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ আরও বহু নেতা। টুইট করেন অমিত শাহও। তিনি লেখেন, 'অবিরাম সংগ্রামের মাধ্যমে বিজেপির সংগঠনের আদর্শকে মানুষের কাছে নিয়ে গিয়ে দলকে সর্বভারতীয় রূপ দেওয়ার ক্ষেত্রে আপনার অবদাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ জন্মদিন শ্রদ্ধেয় শ্রী এলকে আডবানিজি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সবসময় সুস্থ থাকুন এবং দীর্ঘায়ু পান।' টুইট করে আডবানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।প্রসঙ্গত, মোদীর আমলে বিজেপিতে ক্রমশ কোণঠাসা হয়েছেন লালকৃষ্ণ আডবানি। দলের মাগদর্শক মণ্ডলীতে ঠাঁই হয় আডবানির। সক্রিয় রাজনীতি থেকে তাঁকে বিদায় নিতে একপ্রকার বাধ্য করা হয়েছিল। এমনকী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তাঁকে ডাক হয়নি। একই হাল মুরলি মনোহর যোশীর। তবে কয়েকদিন আগে ঘোষিত কর্মসমিতিতে নাম ছিল দুই বর্ষীয়ান নেতার। করোনা আবহে আডবানি, যোশীরা গতকাল অনলাইনেই যোগ দিয়েছিলেন বিজেপির কর্মসমিতির বৈঠকে।