এনসিপি-কে ভাঙিয়ে অজিত পাওয়ারকে নিজেদের দিকে টেনেছিল বিজেপি। তবে এরপরে লোকসভা ভোটে মহারাষ্ট্রে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। বিরোধী জোটের তুলনায় অনেক কম আসন আসে এনডিএ-র ঝুলিতে। অজিত পাওয়ার যে ৪টি আসনে লড়েছেন, তার মধ্যে মাত্র ১টিতে জয় এসেছে। আর ২০১৯ সালে মহারাষ্ট্র থেকে ২৩টি আসনে জেতা বিজেপি এবার সেই রাজ্য থেকে পেয়েছে মাত্র ৯টি আসন। এই পরিস্থিতিতে এনসিপি-র সঙ্গে বিজেপির জোটকে তোপ দাগা হয়েছে আরএসএস-এর মুখপত্র 'অর্গনাইজার'-এর এক সম্পাদকীয় প্রতিবেদবনে। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, বিজেপি কি ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে অজিত পাওয়ারের সঙ্গ ত্যাগ করবে? (আরও পড়ুন: দিতে হবে ২৮ লাখ, 🌃সঙ্গে ৯ বছরের জন্🎃য ৮% সুদ, বড় রায় বাংলার সরকারি কর্মীর পক্ষে)
আরও পড়ুন: বাংলার স♎রকার𒅌ি কর্মীদের পকেটে ঢুকবে বেশি বেতন, লাভ ৮০০০ পর্যন্ত একনজরে হিসেব
অর্গনাইজারে আরএসএস সদস্য রতন শারদার প্রতিবেদনে লেখা হয়, 'অকারণে রাজনৈতিক অঙ্ক কষতে গিয়ে দল ভাঙানোর খেলা যে বিজেপির জন্যেই ক্ষতিকারক হয়েছে, তার অন্যতম উদাহরণ মহারাষ্ট্র। বিজেপি এবং বিভক্ত শিবসেনার জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এনসিপি-তে ভাঙন ধরিয়ে অজিত পাওয়ারকে নিয়ে আসে বিজেপি। এতে বিজেপি ভোটাররা দুঃখ পেয়েছেন। কারণ তারা চিরকাল কংগ্রেসি ভাবধারার বিরুদ্ধে লড়ে এসেছেন। এই এক কাজেই বিজেপি নিজেদের ব্র্যান্ড ভ্যালু কমিয়ে দিয়েছে।' এই আবহে মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে নাগপুরের এই 'পরামর্শ' বিজেপি শুনবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। (আরও পড়ুন: শিয়ালদা শাখায় ১২ কা𓃲মরার লোকাল চালাতে কাজ জারি, দমদমে শেষের🦹 পথে 'তৃতীয় ধাপ')
আরও পড়ুন: পুজোর ছুটিতে ঘুরতে যাবেন? টিকিট কাটার ক্ষেত্রে ✨মিলবে বড় সুবিধা, ঘোষণা রেলের
উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে বিরোধী মহাবিকাশ অঘাড়ি জোটের ঝুলিতে গিয়েছিল ৩০টি আসন। এদিকে এনডিএ-র ঝুলিতে এসেছে মাত্র ১৭টি আসন। আর একটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন। তিনি আবার কংগ্রেসে যোগ দিয়েছেন। এনডিএ-র মধ্যে বিজেপির ৯টি আসন ছাড়া একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছিল ৭টি আসন। আর অজিত পাওয়ার এনসিপি মাত্র ১টি আসনে জয়ী হয়েছিল। এই আবহে মহারাষ্ট্রের বিজেপি নেতাদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, আসন্ন বিধানসভা ভোটে অজিত পাওয়ারের সঙ্গে জোট বেঁধে দল লড়বে কি না। (আরও পড়ুন: 'দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে', NEET বিতর্ক নিয়ে বললেন শ♛িক্ষামন্ত্রী)
আরও পড়ুন: ডিএ বাড়িয়ে 'পুরস্কার', তাও সরকারি কর্🧜মীদের ওপর বিশ্বাস নে💙ই মমতার, কী করল নবান্ন
আরও পড়ুন: কী ঘটেছিল ১৬ মে? ডিএ আন্দোলনকারী💙 ভাস্করের বিﷺরুদ্ধে কেন উঠল শ্লীলতাহানির অভিযোগ