অবতরণের ১০-২০ সেকেন্🔯ড আগে ভেঙে পড়েছে নেপালের অভিশপ্ত বিমান। এমনই জানিয়েছেন উড়ান সংস্থা ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা। যে দুর্ঘটনায় ইতিমধ্যে ৬৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে একটি সংবাদসংস্থায় জানানো হয়েছে।
নেপালের বিমান দুর্ঘটনার আপডেট
১) সংবাদসংস্থা ব্লুবমার্গের প্রতিবেদন অনুযায়ী, ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন যে নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে পোখারায় আসছিল এটিআর-৭২ বিমানটি। অবতরণের ১০-২০ সেকেন্ড আগে বিমানটি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র⛎।
২) নেপালের অসমারিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিমানে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন চারজন বিমানকর্মী। যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি ছিলেন। ভারতಌীয়, ফরাসি, অস্ট্রেলিয়ান, আইরিশ, রাশিয়ান এবং কোরিয়ান যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বিমানে মোট পাঁচজন ভারতীয় ছিলেন।
৩) উদ্ধারকারীদের উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জা🌜নানো হয়েছে, মোট ৬৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনের দেহ ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলি💃শকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি।
৪) একাধিক রিপোর্ট অনুযায়ী, রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে কাঠমাণ্ডু থেকে উড়েছিল বিমানটি। অসামরিক ব꧋িমান নিয়ন্ত্রক সংস্থার তরফে জা𒀰নানো হয়েছে, সকাল ১০ টা ৫০ মিনিটে শেষবার ওই বিমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যে সময় বিমানটি সেতি খাদের কাছে ছিল। যা পোখারা বিমানবন্দরের কাছেই অবস্থিত।
৫) রিপোর্ট অনুযায়ী, দু'সপ্তাহ আগেই পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হয়েছিল। চিনের𒁃 আর্থিক সাহায্যে সেই বিমানবন্দর নির্মাণ করা হয়েছে।
৬) ১৯৯২🎃 সালের পর থেকে রবিবার সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল নেপাল। ১৯৯২ সালে কাঠমাণ্ডুতে অবতরণের সময় ভেঙে পড়েছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়া𓆏রলাইন্সের একটি বিমান। যে ১৬৭ জন যাত্রী ছিলেন। প্রত্যেকের মৃত্যু হয়েছিল।
৭) ফ্লাইট সেফটি ফাউন্ডেশন অ্যাভিয়েশন সেফটির পরিসংখ্যান অনুযায়ী, ১৯৪৬ সাল থেকে ৪২ টি বিমান দুর্ঘটনা হয়েছে๊ নেপালে। গত বছর বিমান দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছিল।꧅