কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সোমবার ন্যাশানাল ইনভেসটিগেশন এজেন্সি বা এনআইএকে সাতটি নয়া পদ তৈরির ব্যাপারে অনুমোদন দিয়েছে। মন্ত্রকের এক পদস্থ আধিকারিক এনিয়ে জানিয়েছেন। সোমবার কেন্দ্রীয় মন্ত্রক এই অনুমোদন দিয়েছে। সেখানে বলা হয়েছে, অ্য়াডিশনাল ডিরেক্টর জেনারেলের একটা পদ থাকছে। তার সঙ্গেই ৬জন ইনস্পেেক্টর জেনারেল থাকবেন।বর্তমানে এনআইএর কাছে একজন এডিজি ও চারজন আইজি আছেন। তাঁরা মূলত খলিস্তানি ইস্যু, ইসলামিক জঙ্গি, জাল টাকা, সীমান্তের জঙ্গি সমস্যা, সাইবার সন্ত্রাত, মাওবাদী সহ বিভিন্ন ইস্যু দেখেন। এবার দুজন এডিজি ও ১০জন আইজি থাকবেন। জঙ্গি মোকাবিলায় ও তদন্তে আরও সুবিধা হবে এজেন্সির। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।মনে করা হচ্ছে এনআইকে আরও শক্তপোক্ত করা হচ্ছে। উপর মহলে পদস্থকর্তার সংখ্য়া বৃদ্ধি করা হচ্ছে। এতে কাজ চালাতে আরও সুবিধা হবে।এক আধিকারিকের মতে, এর মাধ্যমে কাজ ভাগ করে দেওয়া যাবে। দায়িত্ব ভাগ করা থাকবে। নতুন করে যে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে সেটা ধীরে ধীরে কমানো সম্ভব হবে। সেটা মোকাবিলা করা সম্ভব হবে। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে।২০০৯ সালে তৈরি হয়েছিল এই এনআইএ। ২০০৮ সালের মুম্বই হামলার পরে এই জাতীয় তদন্তকারী সংস্থা তৈরি হয়। এখনও পর্যন্ত ৫১০টি মামলা হয়েছে। সাজা দেওয়ার শতকরা হার ৯৪ শতাংশ। একাধিক ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে এনআইএ।এর আগে খলিস্তানি ইস্যুতে সাফল্য পেয়েছিল তারা। গ্যাংস্টার দমনেও বড় সাফল্য পায় এনআইএ। অন্যদিকে জাতীয় ক্ষেত্রে সুরক্ষাকে অটুট রাখতেও এনআইএর ভূমিকা রয়েছে।