ভারতীয় কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এর আগে বিজেপি সাংসদ তথা ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জয় সিং ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সেই ঘটনার পরই সরব হয়েছিলেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। সংবাদমাধ্যমের সামনে চোখের জল ফেলে তিনি অবসর গ্রহণ করেছিলেন। পরে অলিম্পিক পদক জয়ী বজরং পুনিয়া প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে পদ্মশ্রী পদক ফেলে দিয়ে আসেন। এই সব ঘটনার মাঝে আজ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করে দিল। ফেডারেশন প্রসঙ্গে মন্ত্রক বলেছে, এখনও মনে হচ্ছে আগের পদাধিকারীরাই ফেডারেশন চালাচ্ছেন। (আরও পড়ুন: ব্রিজভূষণকে তলব নড্ডার)
আরও পড়ুন: এবার ভারতের পতাকাবাহী জাহাজেই ড্রোন হামলা, বহন করছিল অশোধিত তে🎃ল
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, নিয়ম লঙ্ঘন করে তড়িঘড়ি প্রতিযোগিতা ঘোষণা 💦করা হয়েছিল কুস্তি ফেডারেশনের তরফ থেকে। এই আবহে সদ্য নির্বাচিত সভাপতি সঞ্জয় সিং সহ তাঁর সহযোগীদের সাসপেন্ড করলেন অনুরাগ ঠাকুর। এর আগে গত ২১ ডিসেম্বর নবনির্বাচিত ফেডারেশন সভাপতি সঞ্জয় সিং ঘোষণা করেছিলেন, চলতে বছর শেষের আগেই অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা। এই ঘোষণা নিয়ম বহির্ভূত ভাবে করা হয় বলে জানিয়েছে সরকার। কোনও প্রতিযোগিতার আগে অন্তত ১৫ দিনের নোটিশ দি𒁃তে হয় বলে জানিয়েছে সরকার। কুস্তিগীরদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে হয়। এই আবহে বর্তমান বোর্ডকে সাসপেন্ড করল সরকার।
আরও পড়ুন: কাশ্মী⭕রে নমাজ আদায়ের সময় মসজিদেই জঙ্গিদ🐬ের হাতে খুন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার