করোনা আবহে গত দুই বছর ভক্ত সমাগমের মাধ্যমে রথযাত্রা পালন করা সম্ভব হয়নি রথযাত্রা। তবে এবছর করোনা বিধি মেন🦹ে রথযাত্রা পালিত হচ্ছে পুরী, আমদাবাদ, মাহেশ, কলকাতায়। যদিও দেশে ফের একবার করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। এই আবহে করোনা বিধি মেনেই এবার পালন করা হচ্ছে রথযাত্রা।
পানিহাটির আতঙ্ক কালনায়, রথযাত্রায় পদপিষ্ট একাধিক
পানিহাটির পর ফের একবার ধর্মীয় জমায়েতে পুলিশি অব্যবস্থার জেরে পদপিষ্টের ঘটনা ঘটল রাজ্যꦬে। এবার পূর্ব বর্ধমা꧂নের কালনায় রথযাত্রাকে কেন্দ্র করে জমায়েতে পদপিষ্ট হলেন অনেকে। আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার ‘মিনি বিস্ফোরণ’
আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি ꦇনির্বাচনের প্রার্থী করা হবে, সেটা জানতেন না। নাহলে রাষ্ট্রপতি নির্বাচনে কোনও প্রার্থী দিতেন না। এমনই ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি কার্যত স্বীকারღ করে নেন, বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা হেরে যাবেন।
শরদ পাওয়ারকে নোটিশ পাঠাল আয়কর দফতর
ন্যাশনা🌳লিস্ট 🧸কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারকে নোটিশ পাঠাল আয়কর দফতর। এর প্রেক্ষিতে বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেছেন, 'আমি প্রেমপত্র পেয়েছি।'