শিশির গুপ্তা
সন্ত্রাসবাদীদের শায়েস্তা করতে এবার বিরাট পদক্ষেপ নিল ন্যাশানাল ইনভেশটিগেশন এজেন্সি। সোমবার হিজবু🧸ল জঙ্গি নেতা সৈয়দ সালহাউদ্দিনের দুই ছেলের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ। কে এই সৈয়দ সালহাউদ্দিন? সূত্রের খবর, সে হিজবুল মুজাহাদিনির প্রধান।বুদগাম ও রামবাগ এলাকায় তার দুই ছেলে শাহি⛦দ ইউসুফ ও সৈয়দ আহমেদ শাকিলের অস্থাবর সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ।
এদিক ওই দুই ছেলে বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছে। ২০১৭ সালের অক্টোবর মাসে ও ২০১৮ সালের অগস্ট মাসে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছ♛িল। বিদেশ থেকে সালহাউদ্দিনের গ্রুপে🔥র কাছ থেকে তারা অর্থ সংগ্রহ করত বলে অভিযোগ। সেগুলি তারা হিজবুল মুজাহিদিনের কর্মীদের মধ্য়ে বিলিবন্টন করত বলে অভিযোগ। এবার তাদের সম্প্ত্তিই বাজেয়াপ্ত করল এনআইএ।
১৯৯৩ সালে সালহাউদ্দিন পাকিস্তানে পালিয়ে যায়। ২০২০ সালে মোদী সরকার ওই ব্যক্তিকে ꧂জঙ্গি তালিকাভুক্ত করেন। বর্তমানে সে পাকিস্তান থেকে তার সংগঠন পরিচালিত করে। সে ইউনাইটেড জিহাদ কাউন্সিলের প্রধান। এই সংগঠন মুত্তাহিদা জিহাদ কাউন্সিল বলেও পরিচিত। ১৩টি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী একতাবদ্ধ হয়ে এই সংগঠন তৈরি করেছিল।
এদিকে সালহাউদ্দিন প্রাথমিকভাবে কাশ্মীরে তার কাজকর্ম চালাত। পরে বিভিন্ন🉐 মাধ্যমে সে বিদেশ থেকে অর্থ জোগাড়ের চেষ্টা করে। হাওয়ালার মাধ্যমেও সে টাকা আদানপ্রদান শুরু করে। ২০১১ 𒈔সালে কেন্দ্রীয় এজেন্সি তার বিরুদ্ধে অভিযান শুরু করেছিল। মূলত কাশ্মীরে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলিকে সহায়তা করত, উসকানি দিত সালহাউ্দ্দিন। তা নিয়েই তদন্ত শুরু করে এজেন্সি।
২০১১ সালে দিল্লি পুলিশের স্পেশাল সেল এনিয়ে মামলা রুজু করে। এরপর সেই মামলা এনআইএর হাতে যায়। এরপর ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে চার্জশিট ও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয় ৮ জনের বিরুদ্ধে। এরপর এনআইএ এই গোটা সন্ত্রাসবাদী গোষ্ঠীকে ভেঙে দিতে একেবারে উঠেপড়ে লাগে। পাকিস্তান থেকে কলকাঠি নাড়ছে এমন নেতাদের ꦛসঙ্গে কাদের যোগ রয়েছে তা নিয়ে তল্লাশি শুরু করে এনআইএ।
সোমবার অবন্তীপু🉐রাতে এজেন্সি ৬টি দোকান বাজেয়াপ্ত করেছে। ২০১৮ সালে সিআরপিএফের গ্রুপ ক্যাপ্টেনের উপর হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় এবার সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল এনআইএ।
এই খবরটি আপনি পড♋়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক