অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর: 'ধাক্কা' প্রয়োজন হলেও যুগান্তকারী ব্যবস্থা নিয়ে আশাবাদী নির্মলা সীতারমন
1 মিনিটে পড়ুন Updated: 21 Sep 2021, 03:32 PM IST-
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি এবং মধ্যবিত্তরা এর থেকে লাভবান হবেন। আমরা সবাই ডেটা গোপনীয়তা সুরক্ষা নিয়ে চিন্তিত। যতদিনে ডেটা গোপনীয়তা সুরক্ষা সংক্রান্ত একটি আইন আসছে, আমার মনে গ🔯্রাহকদের আমরা এই ভাবে কিছুটা হলেও আস্বস্ত করতে পারব। যেভাবে মানুষ অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটরের বিষয়টিকে গ্রহণ করেছে, তাতে আমার মনে হয় যে মানুষ বুঝতে পারছেন যে এটি কীভাবে পুরো ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করে তুলবে।'
তিনি আরও বলেন, 'অবশ্যই কিছুটা ধাক্কা তো দিতেই হবে। যেকোনও ছোট ডিজিটাল বদলের ক্ষেত্রে একটু ধাক্কা প্রয়োজন। গত একবছর ধরে ইউপিআই পেমেন্ট নিয়েও সরকার ধাক্কা দিয়ে চলেছে আর তার ফলেই ইউপিআই পেমেন্ট ক্রমেই বা়ডছে দেশে। এখন আমরা ইউপিআই-কে প্রবাসী ভারতীয়দের মধ্যেও ছড়িয়ে দিচ্ছ☂ি। তবে হ্যাঁ, গোপনীয়তꦜা সুরক্ষা সংক্রান্ত আইন বা পরিকাঠামো আরও পোক্ত করতে হবে।'