প্রখর রোদে হেঁটে যাচ্ছেন বৃদ্ধা। খালি পা। আর ভর দেওয়ার সম্বল বলতে রয়েছে একটি ভাঙা চেয়ার। অএই ছবি শুক্রবার ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। জানা যায়, যে ৭০ বছর বয়সী মহিলার ওই ছবি ভাইরাল হয়েছে, তাঁর নাম সুরিও হরিজন। ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয় সোশ্যাল মিডিয়ায় যে, সুরিয়া ওই দিন ব্যাঙ্কে যাচ্ছিলেন পেনশন নিতে। আর এই🔴 কষ্টকর পদ্ধতিতে তাঁকে ব্যাঙ্কে যেতে হয়।
যদিও সুরিয়া হরিজনকে নিয়ে এসবিআই বেশ কিছু তথ্য জানান দিয়েছে। এসবিআই জানিয়েছে, সুরিওর যে ছবি ভাইরাল হয়েছে, তা কোনও ব্যাঙ্কে পেনশন নিতে যাওয়ার ছবি নয়। ওড়িশার ঝারিগাঁও গ্রামের এই ছবিতে সুরিও আসলে তাঁর মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময়ের ছবি তুলে তার ভিডিয়ো পোস্ট করা হয়েছে বলে দাবি স্থানীয় এসবিআই ব্যাঙ্কের। যে ব্যাঙ্কের কাছে সুরিওর পরিস্থিতি নিয়ে সরাসরি প্রশ্ন এসেছে খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। তিনি জানতে চেয়েছেন, ব্যাঙ্ক মিত্র পরিষেবা এক্ষেত্রে কেন দেওয়া হচ্ছে না? এদিকে, ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, সুরিওর আঙুল কেটে যাওয়ায় তাঁর টিপ সই করে টাকা নিতে ব্যাঙ্ক থেকে অসুবিধা হচ্ছে। তবে সেই সমস্যা মিটে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই আশ্বাস দিয়েছে খোদ এসবিআই। তবে যেভাবে সুরিও হরিজনের পরিস্থিতি তুলে ধরা হয়♑েছে, এবং অন্য পরিস্থিতির ভিডিয়ো অন্য পরিস্থিতিতে তুলে ধরা হয়েছে, তা🃏 নিয়ে বেশ খানিকটা উথালপুথাল তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
( তিলজলায় তেলের ট𒁃্যাঙ্কারের ভিতর পড়ে ম🐲ৃত ২, চাঞ্চল্য এলাকায়)
এদিকে এলাকার কালেক্টর জানিয়েছেন, ‘সত্যিটা হল ওই মহিলা তাঁর মেয়ের বাড়ি থেকে আসছিলেন। আমাদের ব্লক সিকিউরিটি অফিসার ও প্রোগ্রাম অ্যাসিসটেন্টরা এই মহিলাকে সরকারি গাড়িতে এসবিআই ব্রাঞ্চে নিয়ে যান। আর তাঁকে বাড়িতে ফিরিয়ে দেন।’ এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন সুরিওর নাতনিও। সুরিওর নাতনি তনুজা হরিজন জানিয়েছেন, ‘ আমার দিদা আসছিলেন এক আত্ম𒈔ীয়ের বাড়ি থেকে। কোনও ব্য়াঙ্কে যাননি।’এই ঘটনার হাত ধরে এই ভিডিয়ো যে কিয়দাংসে ভুয়ো ছিল তা স্পষ্ট। ঝারিগ্রামের ব্লক সিকিউরিটি অফিসার পার্থজিৎ মণ্ডল জানিয়েছেন✃, ‘এপ্রিল ১৪ তারিখে সুরিও হরিজন তাঁর মেয়ের বাড়ি বেনাউগুড়া গ্রামে। যার দূরত্ব ২ কিলোমিটার। এইভাবে না গেলে আর কোনও চলাচলের রাস্তা ছিল না। গোটা বিষয়টিই মিথ্যা। এই ভিডিয়ো বানানো। ’
এই খবরটি আপনি পড়তে পারেন HT𓆉 App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক