লোকসভা ভোটে সদ্য ওয়েনাদ ও রায়বরেলি দুই কেন্দ্রেই জয় পেয়েছিলেন রাহুল গান্ধী। তবে সদ্য, রাহুল জানিয়েছেন তিনি ওয়েনাদ কেন্দ্রটি তিনি ছেড়ে দিচ্ছেন, সেখানের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হ❀চ্ছেন তাঁর বোন প্রিয়াঙ্কা। এদিকে, স্ত্রী প্রিয়াঙ্কার ভোট রাজনীতিতে অভিষেক ঘিরে উচ্ছ্বসিত রবার্ট বঢরা। স্ত্রীর এই পদক্ষেপ নিয়ে তিনি ইঙ্গিতবহ বার্তায় বলেন, 'সঠিক সময়ে' সংসদে তিনি প্রিয়াঙ্কার পথে হাঁটতে পারেন।
রবার্ট বঢরার মন্তব্যে নয়া জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে প্রিয়াঙ্কা গান্ধীর পর এবার কি ভোট রাজনীতিতে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরাও♑ আসছেন? যে মন্তব্য ঘিরে এই গোটা জল্পনা শুরু, দেখা যাক সেই মন্তব্যটি। রবার্ট বঢরা বলেছেন, ‘আমার আগে তাঁর (প্রিয়াঙ্কার) সংসদে থাকা উচিত। যখনই সঠিক সময় হবে, আমিও তাঁকে অনুসরণ করতে পারি। আমি খুশি, এবং আমি আশা করি মানুষ তাঁকে ভালো জনমত দেবে।’ এছাড়াও এর আগে রবার্ট বলেন,'প্রথমে, আমি বিজেপিকে পাঠ শেখানোর জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। তারা ধর্মভিত্তিক রাজনীতি করেছে। আমি খুশি যে প্রিয়াঙ্কা গান্ধী ওয়ানাদ থেকে লড়তে যাচ্ছেন। তার সংসদে থাকা উচিত, তিনি প্রচারণা চাল🅠াচ্ছেন বলে নয়, আমি চাই সে সংসদে থাকুক।'
( Durga Puja 2024: দু🤪র্গাপুজো ২০২৪-এ দেবীর আগমন ও গমন কী সে? ফলাফল কী হতে পারে! রইল শাস্ত্রꦇমত)
( Nadir Godrej: ১৮০ কোটি দিয়ে দক্ষিণ মুম্বইতে ৩ টি অ্যাপার্টমেন্ট কিনলেন নাদির গোদরেজ! শুধ💜ু স্ট্য꧟াম্প ডিউটিতেই খরচ হল কত?)
এখানেই শেষ নয়। রবার্টের বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে আমেঠি কেন্দ্রে ভোটে লড়ার জন্য দাবি আসছিল। উল্লেখ্য, আমেঠি কেন্দ্রে ২০২৪ লোকসভা ভোটে স্মৃতি ইরানিকে🅷 হারিয়ে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছেন কংগ্রেসের বহুকালের সৈনিক কিশোরী লাল শর্মা। গান্ধী পরিবারের রোক্ত দুর্গ বাঁচাতে এবারের ভোটে কংগ্রেস নির্ভর করেছিল কিশোরী লাল শর্মার মতো গান্ধী ঘনিষ্ꦉঠ লড়াকু নেতার ওপর। রবার্ট বঢরা বলছেন, ‘ ওই (আমেঠি) আসনে আমাকে প্রতিনিধিত্ব করার দাবি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। জনগণ আমার পরিশ্রম বোঝে এবং চায় আমি তাদের নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করি, যাতে উন্নয়ন হয় এবং তাঁদের সমস্যার সমাধান হয়।’ প্রসঙ্গত, এই আমেঠি কেন্দ্রে ২০১৯ সালের ভোটে স্মৃতি ইরানি হারিয়েছিলেন রাহুল গান্ধীকে। আর ২০২৪ সালের লোকসভা ভোটে স্মৃতিকে হারিয়ে দেন কিশোরী লাল শর্মা।