সৌদি আরব তবলিঘি জামাতকে নিষিদ্ধ করল। তবলিঘিকে ‘সমাজের জন্য বিপদ’ এবং ‘সন্ত্রাসবাদের অন্যতম দরজা’ বলে অভিহিত করে সৌদি আরব। দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘোষণা করেন এই বিষয়ে। মসজিদগুলোকে জুম্মার নমাজের সময় তবলিঘির সঙ্গে যোগ রাখার বিরুদ্ধে সতর্ক করার জন্য নির্দেশ দেওয়া হয়।dটুইট করে লেখে, ‘মহামান্য ইসলামিক বিষয়ক মন্ত্রী ডক্টর আবদুললাতিফ আল আলশেখ মসজিদের প্রচারকের (তাবলিঘি ও দাওয়াহ গ্রুপ) বিরুদ্ধে সতর্ক করতে চান।’ সৌদি সরকার মসজিদগুলিকে লোকদের জানাতে বলেছে যে কীভাবে তবলিঘি জামাত সমাজের জন্য যে বিপদ ডেকে আনছে। বিজ্ঞপ্তিতে ইমামদের বলা হয়েছে, ‘এই সংগঠনগুলির বিপদ সম্পর্কে মানুষকে বোঝান। এদের ভুলগুলো তুলে ধরুন। ইমামদের তাদের ভাষণে উল্লেখ করা উচিত এরা কীভাবে সমাজের পক্ষে বিপজ্জনক।’ তবলিঘি জামাত একটি আন্তর্জাতিক সুন্নি ইসলামিক মিশনারি আন্দোলন যা মুসলিমদেরকে সুন্নি ইসলামের বিশুদ্ধ রূপ অনুসরণ করার উপদেশ দেয়। তবলিঘি জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামে আরও একটি সংগঠনকে। ১৯২৬ সালে তৈরি হয় এই দাওয়া নামে এই সংগঠনটি।