জাতীয় জনগণনা পঞ্জির (এনপিআর) জন্🐟য বাবা-মায়ের জন্মতারিখ ও জন্মস্থান কেন জানাতে হবে - তা নিয়ে আপত্তি জানালেন বিরোধী-শাসিত রাজ্যগুলি। প্রশ্নদুটি এবারের এনপিআরে অন্তর্ভুক্ত করা হলেও কেন্দ্রের দাবি, ২০১০ ও ২০১৫ সালেও বাবা-মায়ের জন্মস্থান ও তারিখ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছিল। এবার শুধুমাত্র আলাদাভাবে প্রশ্নদুটি রয়েছে।
আরও পড়ুন : NPR-NRC-এর মধ্যে ফারাক কী? কেন বিরোধিতা রাজ♓্যে𓂃র? জানুন খুঁটিনাটি
গতকাল দিল্লিতে জনগণনা ও এনপিআর সং༒ক্রান্ত বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্যই হাজির ছিল। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এ কে ভাল্লা ও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার (আরজিআই) আধিকারিকরা।সেই বৈঠকে এনপিআর ফর্মের ১৩ (২)⭕ নম্বর প্রশ্ন নিয়েই কেন্দ্রের ব্যাখ্যা চায় বিরোধী-শাসিত রাজ্যগুলি।
আরও পড়ুন : NPR-এ ভুল ﷽তথ্য দিলে মোটা জরিমানার আশঙ্কা, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
বৈঠকের পর রাজস্থানের মুখ্যসচিব ডি বি গুপ্ত বলেন, 'আমরা জানিয়েছি, বাবা-মায়ের জন্মস্থান ও তারিখ জানতে চাওয়া অপ্রয়োজনীয় কারণে এ দেশের অধিকাংশ মানুষ নিজেদেরই জন্মস্থান ও তারিখ মনে রাখতে পারেন না।' এনিয়ে 💟কেন্দ্রের ব্যাখ্যা, প্রশ্নদুটি আগের এনপিআরে ছিল। তবে তা নিয়ে তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। যিনি এই সংক্রান্ত দিত🎐ে চাইবেন না, তিনি নাও দিতে পারেন।
আরও পড়ুন : NPR আ෴সলে কী? NRC-এর সঙ্গে পার্থক্য কী?, জে𒀰নে নিন ভিডিয়োয়
স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক বলেন, 'বাবা-মায়ের প্রসঙ্গটি প্রথমে ওড়িশা উত্থাপন করে। বিরোধীಞ-শাসিত কয়েকটি রাজ্যও এ নিয়ে আপত্তি🌱 জানায়। যদিও উপযুক্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাঁরা সন্তুষ্ট বলে মনে হয়েছে।'
আরও পড়ুন : রাজ্য না মানলেও NPR ঘোষণা কেন্দ্রের, জেনে ꦏনিন শর্তাবলী