করোনা পরিস্থিতিতে বাজার খারাপ। তা সত্ত্বেও মূলধন, ব্যবসায়িক বুদ্ধি ও দূরদর্শিতায় তাক লাগিয়েছেন তাঁরা। আইআইএফএল-এর সদ্য প্রকাশিত তালিকা বলছে, গত এক বছরে ১ হাজারেরও বেশি ভারতীয় ১ হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন।মোট ১,০০৭ জনের মোট সম্পদের পরিমাণ ১ হাজার কোটি টাকারও বেশি। তাঁদের মধ্যে ১৩ জন আরও উঁচু স্তরে। তাঁদের মোট সম্পদ ১ লক্ষ কোটি টাকারও বেশি।ভারতের ধনীতম : টানা ১০ বছর ধরে দেশের ধনীতম ব্যক্তির স্থান ধরে রাখলেন মুকেশ অম্বানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৭,১৮,০০০ কোটি টাকা। গত এক বছরে তাঁর দৈনিক আয় গড়ে ১৬৯ কোটি টাকা। এশিয়ার ধনীতম ব্যক্তি তিনি।এশিয়ার দ্বিতীয় ধনীতম : গত এক বছরে গৌতম আদানি এবং তাঁর পরিবার প্রতিদিন গড়ে ১,০০২ কোটি টাকা আয় করেছেন। তাঁর মোট সম্পদের মূল্য ৫,০৫,৯০০ কোটি টাকাএইচসিএলের শিব নাদার এবং তাঁর পরিবারের সম্পদ ৬৭% শতাংশ বেড়ে ২,৩৬,৬০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। তাঁরা দিনে ২৬০ কোটি টাকা আয় করেছেন।পুনের সাইরাস এস পুনাওয়াল্লা ভারতের সিরাম ইনস্টিটিউটের মালিক। তিনি এবং তাঁর পরিবার, প্রতিদিন গড়ে ১৯০ কোটি টাকা উপার্জন করেছেন। তাঁদের মোট সম্পদ ৭৪ শতাংশ বেড়ে ১,৬৩,৭০০ কোটি টাকা হয়েছে।