সদ্য পাকিস্তানে ভোটের পর দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে পাক সংসদে ভোটাভুটির পর সেদেশের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। তবে প্রধানমন্ত্রী হয়ꩵেই তিনি নিজেকে বিরোধী দলনেত𓃲া বলে ফেলেন এক বক্তব্যের মাঝে। যারপর ফের একবার বিরোধীদেরই টার্গেটে পড়ে গিয়েছেন শাহবাজ।
পাকিস্তানের ফের একবার প্রধানমন্ত্রীর তখতে শাহবাজ শরিফ🦩। সেই পদে আসীন হয়ে শাহবাজ ধন্যবাদজ্ঞাপনমূলক একটি বক্তব্য রাখছিলেন। সেই সময় নিজের দাদা তথা পিএলএমএন নেতা নওয়াজ শরিফ, পার্টির সদস্যদের ধন্যবাদ জানাতে গিয়ে বক্তব্যে গোলমাল করে ফেলেন শাহবাজ। তাঁকে প্রধানমন্ত্রী পদে আসীন করার জন্য, এমনটা বলতে গিয়ে তার জায়গায়, তাঁকে ‘বিরোধী দলনেতা’ নির্বাচিত করার জন্য শাহবাজ সকলকে ধ💟ন্যবাদ জানাচ্ছেন বলে ফেলেন!
উল্লেখ্য, সদ্য পাকিস্তান পেয়েছে তার নব নির্বাচিত প্রধানমন্ত্রী। এর আগে, গত ৮ ফেব্রুয়ারি ভোট হয় পাকিস্তানে। সেখানে ভোটের পর সংখ্যারিষ্ঠতা পান ইমরান খানের তেহরিক এ ইনসাফ সমর্থিত প্রার্থীরা। তখন সেই পরিস্থিতিতে অপর রাজনৈতিক দল পিপিপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা করে সরকার গড়ে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ। তারই মাঝে গুঞ্জন ছিল যে, সম্ভবত পাকিস্তানে ꦆপ্রধানমন্ত্রী পদের দৌড়ে থাকলেও পদে বসছেন না নওয়াজ। এরপর সেই জল্পনাকে সত্যি করে নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদেন মনোনয়ন পেশ করেন। শেষে পাক সংসদে ভোটাভুটির পর আসন দখল করে নেন শাহবাজ। প্রধানমন্ত্রী হয়ে তিনি সকলকে ধন্যবাদ জানাতে গিয়ে যে বক্তব্য রাখছিলে💟ন, তাতেই গোলমাল করে ফেলেন পাকিস্তানের এই নেতা।
( Ecl🎀ipse 2024: ২০২৪ এর প্রথম গ্রহণ পড়ছে মার্চে! চন্দ্রগ্রহণ কবে? ভারত থেকে কি দেখা যাবে? দেখে নিন তারিখ, সময়)
শাহবাজ বলেন, ‘আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার দলের সদস্য যাঁরা আমাকে ভোট দিয়েছেন ও নির্𒀰বাচন করেছেন বিরোধী দলনেতা হিসাবে উঠে আসতে।’ এরই সঙ্গে দাদা নওয়াজকে ধন্যবাদ জানাতে গিয়ে শাহবাজ বলেন, ‘ আমার দাদা যখন পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তখন দেশ জুড়ে যে উন্নয়ন হয়েছিল তা একটি উদাহরণ। পাকিস্তান গড়ার কাণ্ডারী নওয়াজ শরিফকে বললে ভুল হবে না।’ উল্লেখ্য, পাকিস্তানে সোমবার ইসলামাবাদে আওয়ান-এ-সদর এ শপথ নিয়ে প্রধানমন্ত্রী পদে খাতায় কলমে বসছেন শাহবাজ। তাঁর জমানায় বিরোধী শিবির থেকে ইমরান খানের পার্টি তেহরিক এ ইনসাফ কোন পথে হাঁটে, সেদিকে তাকিয়ে সকলে।