&n𒁃bsp;সন্ত্রাসবাদ বিরোধী ধারায় মামলা রুজু হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। এই আবহে ইসলামাবাদ দখল করার হুঁশিয়ারি দিল পিটিআই সমর্থকরা। পাশাপাশি ইমরানকে যাতে গ্রেফতার না করা হয়, তা নিশ্চিত করতে আজ সকাল থেকেই পিটিআই প্রধানের বাসভবনে ভিড় করতে থাকেন দলের কর্মী, সমর্থকরা।
দলের নেতা আলি আমিন গান্ডাপু টুইট করে লেখেন, ‘এই আমদানি করা সরকার ইমরান খানকে গ্রেফতার করলে আমরা ইসলামাবাদ দখল করব। এবং পুলিশকে আমার বার্তা, এই রাজনৈতিক যুদ্ধের অংশ হবেন না অন্যথায় আপনাকে পিডিএম কর্মী হিসাবে মোকাবিলা করব আমরা। পিটিআই এবং পিডিএম নেতৃত্ব এবং কর্মী😼দের লড়াই করতে𝓡 দিন।’
আরও পড়ুন: ঔপনিবেশিক আইন বাতিল, সমকামিতাকে বৈধত꧒া দিল এশায়ির এই দেশ
প্রসঙ্গত, প্রকাশ্য জনস🎃ভায় এক বিচারক এবং দুই পুলিশ কর্তাকে হুমকি দিয়ে বিপাকে পড়েছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রধান। জানা গিয়েছে, গত শনিবার ইসলামাবদে এক সমাবেশে প্ররোচণামূলক বক্তব্য পেশ করেছিলেন ইমরান খান। পাশাপাশি এক বিচারক এবং দুই পুলিশ কর্তার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন তিনি। এই আবহে ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আইনের ৭ নং ধারা অনুযায়ী একটি এফআইআর রুজু করা হয়েছে।
আরও পড়ুন: ‘ভারত বাংলাদেশের বন্ধু ছিল, আছে এবং থাকবে’, মত বাংলাদেশে🍒র ভারতীয় হাইকমিশনারের
এর আগে জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে ইমরান খান এক মহিলা বিচারক এবং দুই শীর্ষ পুলিশ কর্তার বিরুদ্ধে মামলা রুজু করার হুমকি দিয়েছিলেন। ইমরানের ঘনিষ্ঠ শাহবাজ গিলের গ্রেফতারির পরিপ্রেক্ষেতেই ইমরানের এই তোপ ছিল। পাশাপাশি ইমরান খান পাকিস্তানের নির্বাচন কমিশন এভং নিজের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেও তোপ দেগেছিলেন সেই মঞ্চ থেকে। বিচার ব্যবস্থা এবং প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্ꦏজ করায় ইমরান খানের বিরুদ্ধে রুজু হয়েছে এফআইআর। এই গুরুতর ধারায় এফআইআর রুজু হওয়ায় এবার ইমরানকে হাজতে যেতে হতে পারে বলে মনে করা হচ্ছে।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইমরান খান ধারাবাহিক ভাবে পাক সেনা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন।🐼 এই আবহে পাক প্রশাসন ইমরান খানের ভাষণ সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। পাক প্রশাসনের দাবি, সংবিধানের ১৯ নং ধারা লঙ্ঘন করছে ইমরানের ভাষণ। এদিকে এই নিষেধাজ্ঞার বিরোধ করে পিটিআই অভিযোগ করেছে, শাহবাজ শরিফ একনায়কতন্ত্র চালাচ্ছেন।