পারাদ্বীপ ফসফেটের শেয়ার কেনার 𝄹জন্য আবেদনপত্র জম♛া দিতে চান? তাহলে আজই শেষ সুযোগ পাবেন। কারণ আজ (বৃহস্পতিবার, ১৯ মে) শেষ হতে চলেছে পারাদ্বীপ ফসফেটের ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (Paradeep Phosphates Limited IPO) প্রক্রিয়া। তারইমধ্যে বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘গ্রে মার্কেটে’ টানা চারদিন চাঙ্গা আছে পারাদ্বীপ ফসফেটের শেয়ার।
পারাদ্বীপ ফসফেটের আইপিওয়ের 'গ্রে মার্কেট প্রিমিয়াম' (Paradeep Phosphates IPO GMP)
গত মঙ্গলবার থেকে পারাদ্বীপ ফসফেটের আইপিও প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার শেষদিনে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ পারাদ্বীপ ফসফেটের আইপিও▨য়ের ‘গ্রে মার্কেট প্রিমিয়াম’ হচ্ছে তিন টাকা (প্রতি ইক্যুইটি শ🐲েয়ারপিছু তিন টাকা)।
বুধবার সন্ধ্যা থেকে সেই দাম অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, গত চারদিন ধরেই গ্রে মার্কেটে পা✃রাদ্বীপ ফসফেট ܫচাঙ্গা আছে। তারইমধ্যে গত দুটি সেশনে বিপরীতমুখী প্রবণতা দেখা যাওয়ায় আজ পারাদ্বীপ ফসফেটের আইপিওয়ের ‘গ্রে মার্কেট প্রিমিয়াম’ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
'গ্রে মার্কেট প্রিমিয়াম' থেকে কী বোঝা যায়?
বিশেষজ্ঞদের বক্তব্য, আজ 'গ্রে মার্কেটে' পারাদ্বীপ ফসফেটের প্রিমিয়াম শেয়ারপিছু তিন টাকা। তা থেকে বোঝা যাচ্ছে, 'গ্রে মার্কেট' মনে করছে যে আজ ৪৫ টাকার স্তরে (৪২ টাকা + তিন টাকা) পারাদ্বীপ ফসফেটের আইপিওয়ের নথিভু𓂃ক্তিকরণ হবে। যা পারাদ্বীপ ফসফেটের নির্ধারিত দামের (ইক্যুইটি শেয়ারপিছু দাম ৩৯ টাকা থেকে ৪৯ টাকা) থেকে সাত শতাংশের মতো বেশি। সেই পরিস্থিতিতে পারাদ্বীপ ফসফেটের আইপিওকে 'সাবস্ক্রাইব' ট্যাগ দিয়েছেন হেম সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ অ্যানালিসিস্ট আস্থা জৈন।