বাংলা নিউজ > ঘরে বাইরে > ডাহা ফেল ফাইজারের ট্যাবলেট, কোভিড রুখতে ব্যর্থ WHO অনুমোদিত ‘বেস্ট সেলার’ ওষুধ
মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের তৈরি ট্যাবলেট কোভিড সংক্রমণ প্রতিরোধ করতে অক্ষম। গবেষণার শেষ পর্যায়ের এসে পরীক্ষায় ব্যর্থ হয়েছে এই ওষুধ। এর জেরে মার্কিন শেয়ার বাজারে ফাইজারের সূচক নিম্নমুখী ছিল। এর আগে ফাইজারের তৈরি অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড বাজারে আনার ঘোষণা করেছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। ওষুধের বাজারজাতকরণ শুরু হলেও এখন ওষুধটি পরীক্ষায় ফেল করেছে। (আরও পড়ুন: করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় ডোজের🥂 মধ্যে ব্যবধান কি কমছে? যা ভাবছে কেন্দ্র)