চলতি বছরেই বাজারে কোভিড ভ্যাক্সিন সরবরাহ করা যাবে। মঙ্গলবার এমনই দাবি জানিয়েছে আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার।সংস্থার চিফ একজিকিউটিভ অ্যালবার্ট ব্যুরলা গতকাল জানিয়েছেন, ক্লিনিক্যাল ট্রায়ালের সদর্থক ফল অব্যাহত থাকলে এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০২০ সালে আমেরিকায় প্রায় ৪ কোটি করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিনের ডোজ সরবারহ করতে পারবে তাঁর সংস্থা।তিনি জানিয়েছেন, আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারের অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারে ফাইজার। তাঁর সংস্থার তৈরি ভ্যাক্সিন অতিমারী মোকাবিলায় সফল হবেই, এই বিষয়ে সাবধানী হয়েও আশাবাদী ব্যুরলা।অন্য দিকে, অতিমারীর প্রকোপে ফাইজারের লাভের পরিমান ৭১% হ্রাস পেয়েছে বলেও কবুল করেছেন চিফ একজিকিউটিভ। তাঁর হিসেবে, এর জন্য প্রায় ২২০০ কোটি ডলার মুনাফা কমেছে। অতিমারীতে হাসপাতাল ব্যবসা প্রায় ১১% কমেছে ফাইজারের। এর কারণ হিসেবে চিনে অস্ত্রোপচারের মাত্রা কমাকেই দায়ি করছে সংস্থা। সেই সঙ্গে হাসপাতালে রোগীর ভরতি থাকার মেয়াদও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।