সোমবার জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় সন্ত্রাসী ও নি🎀রাপত্তা বাহিনীর মধ্যে আট ঘণ্টার গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে ভারতীয় সেনাবাহিনীর কুকুর ফ্যান্টম।
জম্মু শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে আখনুরের খোরের বাট্টাল এলাকায় সেনা কনভয়ের একটি অ্যাম্বুলেন্সে সকাল সাতটা নাগাদ জঙ্গিরা হামলা চালায়।
'আমাদের সৈন্যরা আটকে পড়া সন্ত্রাসীদের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে ফ্যান্টম শত্রুদের গুলি করে, মারাত্মক আহত হয় তারা। তার সাহস, আনুগত্য ও নিষ্ঠা কখনো ভোলা যাবে ন🎀া। চলমান অভিযানে এখন পর্যন্ত একজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং যুদ্ধের মতো স্টোরগুলি উদ্ধার করা হয়েছে, 'হোয়াইট নাইট কর্পস এক্স (পূর্বে টুইটার) এ একটি পোস্টে বলেছে।
ফ্যান্টম ছিলেন একজন পুরুষ বেলজিয়ান ম্যালিনোইস, বিশেষত আক্রমণকারী෴ কুকুর হিসাবে প্রশিক্ষিত। ২০২২ সালের ১২ আগস্ট তাকে মিরাটের আরভিসি 🎉সেন্টার থেকে ইস্যু করা হয়।
সেনা কুকুরগুলি গ্যাজেটগুল📖ির সাথে সজ্জিত যা তাদে♌র নিকটবর্তী দূরত্ব থেকে শত্রু অবস্থানগুলিতে গুপ্তচরবৃত্তি করতে দেয়।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিꦜন জঙ্গি জড়িত বলে সন্দ💧েহ করা হচ্ছে। এনকাউন্টারে নিহত একমাত্র জঙ্গির পরনে ছিল সেনাবাহিনীর কমব্যাট ক্লান্তির মতো পোশাক।
আধিকারিকদের ধারণা, এই জঙ্গির সঙ্গে জইশ-ই🍒-মহম্মদ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে।
গত দুই সপ্তাহে জম্মু ও কাশ্মীরে আটটি সন্ত্রাসী হাম꧟লার প্রেক্ষাপটে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছিল, যার ফলে এক ডজনেরও বেশি লোক মারা গেছে।
গত ২৪ অক্টোবর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ও সাধার💖ণ কুলিদের নিয়ে একটি কনভয় আফ🦋রাওয়াত রেঞ্জের নাগিন পোস্টের দিকে যাচ্ছিল, সেই সময় গুলমার্গ থেকে ৬ কিলোমিটার দূরে বোটাপাথরির কাছে সেনাবাহিনীর দুটি ট্রাকে হামলা চালায় জঙ্গিরা।
এই অতর্কিত হামলার ফলে দু'জন সৈন্য এবং দু'জন অস꧅ামরিক কুলি মারা যায়।
গত ২০ অক্টোবর গান্ডেরবাল জেলার সোনামার্গফে একটি নির্মাণস্থলে জঙ্গিরা সাতজনকে হত্যা করে।✅ নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও ছয়জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। দু'দিন আগে বিহারের আরও এক পরিযায়ী শ্রমিকের উপর হামলা হয়।
এদিকে সন্ত্রাসবাদী মোকাবিলায় এই ধরনের সারমেয়র ভূমিকা যে কোনও এজেন্সিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাসবাদীদের খুঁজে বের করার ক্ষেত্রেও এরা বিরাট ভূমিকা নেয়। তবে এবার ফ্যান্টমের মৃত্যু। সন্ত্রাসবাদীদের মোকাবিলা করার ক্ষেত্রে তার ভূমিকা কিছু কম ছিল না। সব মিলিয়ে এই মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।