বাংলাদেশের পিরোজপুরে ৪ জনকে ফাঁসির নির্দেশ দিল আদালত। বাংলাদেশে ৭১ সালেܫর মুক্তিযুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী নানা কার্যকলাপের অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল। এরপর এনিয়ে তদন্ত শুরু হয়েছিল। চারটি অভিযোগ তাদের বিরুদ্ধে প্রমানিত হয়েছে। তারপর তাদের সাজা শোনাল আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তাদের সাজা দেওয়া হয়। তবে নুরুল আমিন হাওয়ালাদার নামে এক অভিযুক্ত এখনও পলাতক বলে জানা গিয়েছে। তিনজন হাজির ছিল আদালতে।
২০১৬ সালের ১২ এপ্রিল এই মামলার তদন্ত শুরু হয়েছিল বলে খবর। বছর দুয়েক ধরে এই তদন্ত চলে। ২০১৮ সালে চার্জশিট দাখিল করে তদন্তকারী সংস্থা। সেই সময় সাতজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এদিকে তদন্ত চলার সময়ই জেলে থাকা অবস্থায় ও বিচার চলার সময় তিনজন অভিযুক্তের 🌊মৃত্যু হয়।
এদিকে এই অভিযুক্তদের একের পর এক ভয়াবহ অভিযোগ। খুন, জখম, ধর্ষণ, লুঠপাট, ﷽আগুন ধরিয়ে দেওয়া সহ নানা ধরনের ভয়াবহ অভিযোগ তাদের বিরুদ্ধে। পূর্ব পশারিবুনিয়া গ্রামের সাতজনকে তারা খুন করেছিল বলে অভিযোগ। হাতালিয়া গ্রামের ১৮জনকে হত্যার অভিযোগও রয়েছে। সব মিলিয়ে একের পর এক নারকীয় ঘটনায় নাম জড়ায় তাদের। হিন্দু অধ্যুষিত এলাকায় তারা হা🐲মলা চালিয়েছিল বলে অভিযোগ।
যে চারজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তারা হল, আব্দুল মান্নান হাওলাদার, আশরা♈ফ আলি, মহারাজ হাওলাদার, নুরুল আমিন হাওলাদার। প্রসিকিউটর শাহিদুর রহমান ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চামান রাষ্ট্রের তরফে ছিলেন। অন্য়দিকে আইনজীবী গাজি তামিম ছিলেন বিপক্ষে।
ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ শাহিনুর ইসলাম এই রায় দিয়েছেন। ২২৮ পাতার রায় দেওয়া হ▨য়েছে।𓃲 তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় নিয়ে জোর চর্চা বাংলাদেশ জুড়ে।