ভোপাল থেকে ওড়ার পরই ভেঙে পড়ল বিমান। এই বিমান গুনা যাওয়ার পর মাঠের মধ্যে ভেঙে পড়ল। বিমানের তিনজন পাইলটকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিমানটি ভেঙে পড়তেই তাতে আগুন ধরে যায়। দমকল গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণ📖ে আনে। ওড়াꦇর কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে কেন পড়ে বিমানটি? তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
গান্ধীনগরের এসএইচও অরুণ শর্মা জানান, ব♐িমানটি ভোপালের রাজাভোজ বিমানবন্দর থেকে উড়ে গুনা যাচ্ছিল। সরকারি কাজেও বিমানটি ব্যবহার করা হয়েছিল। গান্ধীনগরের কাছে একটি মাঠে তা ভেঙে পড়ে। শহরের বাইরে বিশানখেদি গ্রামে মাঠে🌟র মধ্যে ভেঙে পড়ে বিমানটি। বিমানটিতে ছিলেন তিনজন পাইলট। প্রত্যেকেই গুরুতর আহত। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এই বিমান দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রযুক্তিগত কারণে এই বিমানটি দুর্ঘটনায় পড়ে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে বিমানটি 🌠একটি ছোট ট্রেনার বিমান ছিল। সেখানে দু’জন শিক্ষানবিশ পাইলট ছিলেন। একজনের নাম সামি। আর একজনের নাম রাজ। আর ক্যাপ্টেনের নাম অশ্বিনী শর্মা। তবে তিনজন পাইলটকেই নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।