সংশোধিত ন🎶াগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভরত ছাত🌄্রদের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আর্জি জানালেন নোবেলজয়ী সমাজকর্মী কৈলাস সত্যার্থী।
শুক্রবার নয়াদিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, সরকার ও নবীনদের মধ্যে অবিলম্বে আলোচনার প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে জামি🅺য়া মিলিয়া ইসলামিয়া বি🤪শ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও ছাত্রী হস্টেলে পুলিশি তাণ্ডবে ব্যথিত বোধ করছেন বলেও জানান নোবেলজয়ী।
সত্যার্থী তাঁর ভাষণে বলেন, ‘দেশজুড়ে এই অস্থির পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্র ও ছাত্রদের 𒈔মধ্যে গভীর আলোচনা শুরু হওয়া দরকার। মানুষের সুবিধার্থে ভারত সরকারের একাদিক উন্নয়নমূলক পদক্ষেপ আমাকে মুগ্ধ করেছে বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার আর্জি, ছাত্র এবং নবীনদের সঙ্গে আলোচনা শুরু করুন।’
তিনি আরও বলেন, ‘প্রতিবাদ দমন করতে পালটা প্রতিবাদের জেরে হিংসার ব্যবꦺহার গণতন্ত্রের মূল কাঠামোর ক্ষতি করে। ভুললে চলবে না, শান্তির কোনও বিকল্প হতে পারে না।’
এ দিন সত্যার্থী জানান, ‘সংবিধানকে সম্মান করেܫন যে নবীন ও ছাত্রসমাজ, তাঁদের বক্তব্য ও দাবি শান্তিপূর্ণ ভাবে জানানোর জন্য নিরাপদ ও আতঙ্কহীন পরিবেশ দেওয়া জরুরি। যখনই ওই প্রতিবাদী কণ্ঠস্বরকে বলপূর্বক থামানোর চেষ্টা করা হয়, তখনই গণতন্ত্রের ক্ষয় হয়। স্বাস্থ্যকর গণতন্ত্রের জন্য প্রতিবাদ, মতান্তর ও বৈচিত্র শুধুমাত্র প্রয়োজনই নয়, ভারতীয় সংস্কৃতির আত্মা। এই বৈশিষ্টই আমাকে এক গর্বিত ভারতবাসী হিসেবে চিহ্ন𒁃িত করে।